AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কে থাকেন জহির রায়হানের পৈতৃক বাড়িতে ?


Ekushey Sangbad

০৫:৫৫ এএম, আগস্ট ১৯, ২০১৪
কে থাকেন জহির রায়হানের পৈতৃক বাড়িতে ?

একুশে সংবাদ : বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট তৎকালীন নোয়াখালী জেলার ফেনী মহকুমার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্কুল জীবনের অধিকাংশই কেটেছে কলকাতায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মজুপুর গ্রামে ফিরে আসেন। স্থানীয় আমিরাবাদ হাই স্কুল থেকে ১৯৫০ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকায় চলে আসেন। জহির রায়হানের স্মৃতিবিজড়িত মজুপুর গ্রামের সে বাড়িটি এখনও রয়ে গেছে। কিন্তু থাকেন না তার পরিবারের কেউ। জহির রায়হানের পৈতৃক বাড়ির বাসিন্দা ও সম্পর্কে চাচাতো ভাই আখতার মওদুদ সমির জানান, জহির রায়হানেরা ৫ ভাই ও ৩ বোন। ৩ বোনের মধ্যে একজন মাত্র জীবিত আছেন। ৫ ভাইয়ের মধ্যে শহীদ শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান ও জাকারিয়া হাবিব জীবিত নেই। জীবিত দুই ভাই ওবায়দুল্লাহ মিয়াজী চৌধুরী ও সাইফুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী। সাইফুল্লাহ চৌধুরী বছরে একবার বাংলাদেশে আসেন। দুই বছর আগে তাদের চাচাতো ভাই শাহরিয়ার কবির একবার গ্রামের বাড়িতে আসলেও জহির রায়হান পরিবারের কেউ তেমন আসেন না। ওই বাড়িতে ৬০/৬৫ বছরের পুরনো একটি আধাপাকা টিনশেড ঘর রয়েছে। ঘরটি সাইফুল্লাহ চৌধুরী সংস্কার করেছেন। কাজের লোকজনই বাড়ি ও অন্যান্য সম্পত্তি দেখাশোনা করেন। এখানে শহীদ কায়সার রায়হান ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত হয়েছে ‘শহীদ কায়সার রায়হান স্মৃতি পাঠাগার’ এবং সুফিয়া হাবিব ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত হয়েছে ‘সুফিয়া হাবিব কল্যাণ ট্রাস্ট’। স্থানীয় নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, জহির রায়হানের পরিবারটি পূর্বপুরুষ থেকেই বুনিয়াদী পরিবার হিসেবে এলাকায় পরিচিত। জহির রায়হানের বাবার নাম মাওলানা হাবিবউল্লাহ চৌধুরী ও মা সুফিয়া হাবিব। মজুপুর গ্রামের বাড়িতে পৈতৃক সূত্রে পাওয়া ৮ শতাধিক শতাংশ জায়গা সম্পত্তি রয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০৮-০১৪:
Link copied!