AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যান্সারের বেশ কয়েকটি লক্ষণ


Ekushey Sangbad

০৮:২২ এএম, আগস্ট ১৯, ২০১৪
ক্যান্সারের বেশ কয়েকটি লক্ষণ

একুশে সংবাদ: বর্তমান সময়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখা দিনদিন বাড়ছে। ক্যান্সার ধরা পডার পর সবাই সতর্ক হয়ে যান। আবার অনেকে বিশ্বাসই করতে পারেন না যে তার শরীরে ক্যান্সারের বীজ পাওয়া গেছে। পরে তারা বুঝতে পারেন, ক্যান্সারের বেশ কয়েকটি লক্ষণ আগেই ছিল। কিন্তু প্রথমে তা বুঝে উঠতে পারেননি। কী কী লক্ষণ, যার দিকে সতর্ক দৃষ্টি দেওয়া উচিত- ক্লান্তি: আজকের ব্যস্ত জীবনে, সকলেই ক্লান্ত। কিন্তু কেউ যদি মনে করেন, কোনও দায়িত্ব পুরো করার জন্য কয়েক ঘণ্টার ঘুম দরকার, তা কিন্তু চিন্তার বিষয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির রিপোর্টে জানা গিয়েছে, এ ধরনের ক্লান্তি লিউকেমিয়া, কোলোন বা স্টমাক ক্যান্সারের কারণ। সামান্য জ্বর: যা সবসময় থাকে- সব সময় যদি ৯৯.৮-১০০.৮ ডিগ্রি জ্বর থাকে, বেশ কয়েকটি জীবাণুতে শরীর আক্রান্ত হয়ে হতে পারে। এটি আবার ক্যান্সারের লক্ষণও হতে পারে। যেমন- হজকিনস ডিজিজ, লিউকেমিয়া এবং নন-হজকিনস লিমফোমা। সামান্য জ্বর থাকলে, দ্রুত চিকিত্সা করিয়ে নিশ্চিত থাকা উচিত। গিলতে সমস্যা দেখা দিলে: কোনও কিছু গিলতে সমস্যা হলে বা ঠোঁট অথবা গলায় ক্ষত দেখা দিলে, মুখে ব্যাথা বা রক্তপাত হলে, তা যদি নিদির্ষ্ট সময়ের মধ্যে না সারে, তা হলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অন হেলথের মতে, এগুলি ওরাল ক্যান্সারের লক্ষণ। তবে এগুলি নন-ক্যান্সারাসও হতে পারে। অপ্রত্যাশিতভাবে ওজন কমা: কোনও ব্যক্তি যদি তার হঠাৎ ওজন কমার কারণ ব্যাখ্যা করতে না-পারেন, তা হলে তা চিন্তার বিষয়। ডায়েটিং, এক্সারসাইজ বা জীবনযাপনে কোনও পরিবর্তন ছাডাই ওজন কমলে, এর পিছনে ক্যান্সারের চোখ রাঙানি থাকতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছে, ফুসফুস, স্টমাক বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ফলে হঠাত্ৎ ওজন কমতে পারে। এমন কোনও লক্ষণ দেখা দিলেই অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। একুশে সংবাদ ডট কম/মামুন/১৯.০৮.২০১৪
Link copied!