AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

'জিএসপি ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ চলছে' : মজিনা


Ekushey Sangbad

০৯:১৬ এএম, আগস্ট ১৯, ২০১৪
'জিএসপি ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ চলছে' : মজিনা

একুশে সংবাদ : বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরিয়ে আনতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে কাজ করে যাচ্ছে। বললেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে নেটকো নামের একটি গার্মেন্টস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার জিএম মেহেবুব আলী, কারখানার এমডি মো. রাসেল ও ডিজিএম আতিকুর রহমান। বাংলাদেশ ও আমেরিকার যৌথ উদ্যোগে নেটকো পরিচালিত হচ্ছে। মজীনা বলেন, 'পোশাক খাতে বাংলাদেশে বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। পোশাকখাতকে একটি মানচিত্রে রূপান্তরিত করতে হবে। এ খাতের উন্নয়নে একটি মানচিত্র তৈরি করতেই জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে। আমরা চাইনা রানা প্লাজা ধস, তাজরিনের মত কারখানায় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি।' রাষ্ট্রদূত আরো বলেন, 'বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত স্থান। কারণ এ দেশে সম্পদ রয়েছে। দেশের মানুষ অনেক কর্মঠ, পরিশ্রমী, সাহসী। খনিজ সম্পদ, গ্যাসের কারণে এ দেশ সমৃদ্ধশালী। ২০১৫-১৬ সালে বাংলাদেশে সাড়ে ৭৫ লাখ ডলার বিনিয়োগ করবে আমেরিকা। এভাবেই এশিয়ার বাঘে পরিণত হবে বাংলাদেশ। ইতোমধ্যে আমি আমেরিকান বাংলাদেশি প্রবাসীদের এ দেশের বিনিয়োগে আহ্বান জানিয়েছি। প্রবাসী বাংলাদেশিরা কম সুদে এ দেশে বিনিয়োগ করতে পারবেন। আমি যখনই আমেরিকাতে যাই তখনই সেখানকার বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করে এদেশের যুব সমাজকে কাজে লাগানোর কথা বলি। তাদেরকে এ দেশে বিনিয়োগের জন্য উৎসাহ দেই।' তিনি বলেন, 'বাংলাদেশ দিন দিন পোশাখ খাতে একটি ব্র্যান্ডে পরিণত হতে চলেছে। আমরাও চাই দ্রুত এ দেশ আরো উন্নত হউক। বিশ্বের এক নাম্বার ব্র্যান্ড হউক বাংলাদেশ। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/এমকেএইচ/১৯-০৮-০১৪:
Link copied!