AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শোক দিবস পালন


Ekushey Sangbad

০২:৪৯ পিএম, আগস্ট ১৯, ২০১৪
বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শোক দিবস পালন

জিহাদুর রহমান জিহাদ: যথাযত মর্যাদায় বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবাষিকী ও জাতীয় শোক দিবস পালন করে।   দিনটিতে বাংলাদেশের পররাষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রায় ৫০ হাজার পোস্টার এবং সাত ধরনের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং ১৫ আগস্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।   বাংলাদেশের দূতাবাসগুলোর উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয় । আলোচনা সবার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।   ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে না থাকায় বেঁচে যান।   জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, লন্ডন, কানাডার ওতাওয়া, নেদারল্যান্ডসের হেগ, সিঙ্গাপুর, নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বাই, নেপাল, নিউইয়র্ক দূতাবাস, ব্রুনাই, ইতালির রোম, মরোক্কো, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, ইরানের রজধানী তেহরান, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, কনস্যুলার জেনারেল ইন কুনমিং, স্টোকহোম দূতাবাস, বার্লিন দূতাবাস , বৈরূত দূতাবাস, আম্মাম দূতাবাস, ওমান দূতাবাস এবং ওতোয়া দূতাবাস জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।   মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আয়োজিত অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহারাষ্ট্র সরকারের প্রধাননিরাপত্তা কর্মকর্তা সামিট মল্লিক।   লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লন্ডনে অবস্থানরত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।   মরোক্কোর প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং তার জীবনী আরবিতে পাঠ করে শোনান ।   শোক দিবসের অনুষ্ঠানে কাঠমুন্ডুর হাইকমিশনার বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্বজীবনী” থেকে কিছু অংশ পাঠ করে শোনান। অনুষ্ঠানে সার্কের প্রতিনিধি, নেপালের সাবেক কূটনৈতিক, সাধারণ জনগণ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।   পররাষ্ট্র সচিব সহিদুল হকের নেতৃত্বে পররাষ্টমন্ত্রণালয়ের কর্মকর্তারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর একটি বই প্রকাশ করেন। একুশে সংবাদ ডট কম/মামুন/১৯.০৮.২০১৪      
Link copied!