AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেনদেনের শুরুতে সূচকের সঙ্গে বাড়ছে লেনদেন


Ekushey Sangbad

০৬:০২ এএম, আগস্ট ২০, ২০১৪
লেনদেনের শুরুতে সূচকের সঙ্গে বাড়ছে লেনদেন

একুশে সংবাদ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার শুরুতে মূল্যসূচকের সঙ্গে লেনদেনেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। গত রোববার সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ ছিল। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪ পয়েন্টে স্থির হয়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসসি, বেক্সিমকো, তিতাস গ্যাস, কেপিপিএল, লাফার্জ সুরমা, বিএসসিসিএল, মবিল যমুনা, পদ্মা অয়েল, গ্রামীণফোন ও বিএসআরএম স্টিলস। এ সময়ে লেনদেন হয় মোট ১২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৭৪২ কোটি ৫৩ লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৩ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৫৪ কোটি ৭৪ লাখ টাকা। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৮-০১৪:
Link copied!