AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশিতা গুটিয়ে নিচ্ছেন নিজেকে


Ekushey Sangbad

০৮:৩৪ এএম, আগস্ট ২০, ২০১৪
ঈশিতা গুটিয়ে নিচ্ছেন নিজেকে

একুশে সংবাদ : শিরোনাম পড়ে ঈশিতা ভক্তদের মন খারাপ হয়ে গেলো তো? হওয়াটাই স্বাভাবিক। ছোটপর্দার প্রিয়মুখ রুমানা রশীদ ঈশিতা অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। কিন্তু কেন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে! চলুন তবে জেনে নেই কেন নিজেকে এভাবে গুটিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। চাকরি ও সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় ইদানীং অভিনয় করার সময় পাচ্ছেন না তিনি। তাই ধীরে ধীরে নাটক-টেলিছবি থেকে দূরে সরে যাচ্ছেন ঈশিতা। কয়েক মাস ধরেই তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে না। পাশাপাশি নির্মাণেও খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। তবে বর্তমানে ঈশিতা প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডারের দ্বিতীয় আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে অফিস ও সাংসারিক কাজের মধ্যেই আত্মনিমগ্ন রয়েছেন। এ প্রসঙ্গে ঈশিতা সংবাদমাধ্যমকে বলেন, 'আমি আগের চেয়ে অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছি। কারণ ব্যক্তিগত কাজের চাপ ক্রমশই বাড়ছে। তাই আমার পক্ষে আর নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব নয়।' তিনি আরো বলেন, 'আমি এখন একটি রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন করছি। এ শোয়ের জন্য আমাকে মাঝেমধ্যেই ঢাকার বাইরে শুটিংয়ে যেতে হচ্ছে। সব মিলিয়ে অভিনয়ের জন্য সময় বের করা সত্যিই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।' রিয়েলিটি শো 'মার্কস অলরাউন্ডার-২০১৪' বর্তমানে এনটিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। এতে বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে ঈশিতা বলেন, 'কোনো প্রতিযোগিতা কিংবা অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করা সত্যিকারার্থে কঠিন বিষয়। তাই এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বের প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। কারণ আমি ব্যক্তিজীবনে কয়েকবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে বিচারকদের মুখোমুখি হয়েছি। তাই বিচারকের কথা মনে পড়লেই চোখের সামনে একটা রাশভারী অবয়ব ভেসে ওঠে। তবে এখন আমি এ দায়িত্বটি বেশ উপভোগ করছি। কারণ এ প্রতিযোগিতার কারণে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহুমুখী প্রতিভাধর ছেলেমেয়েদের গুণাগুণ খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি।' ঈশিতা সর্বশেষ গত বছরের ঈদে দুটি খণ্ড নাটক ও একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে নাটক দুটি বাংলাভিশন ও দেশ টিভিতে প্রচার হয়। অন্যদিকে শহিদুজ্জামান সেলিমের 'ডাকাতিয়া বাঁশি' শিরোনামে টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার হয়েছিল। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিলেও ঈশিতা লেখালেখির কাজটি চালিয়ে যাচ্ছেন। আগামী বছরের একুশের গ্রন্থ মেলায় তার লেখা একটি গল্পের বই প্রকাশিত হবে। বইটি শব্দশিল্প প্রকাশন সংস্থা থেকে প্রকাশ হওয়ার কথা রয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৮-০১৪:
Link copied!