AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান কোচ ছাড়াই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ


Ekushey Sangbad

০৮:২৩ এএম, আগস্ট ২০, ২০১৪
প্রধান কোচ ছাড়াই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ

একুশে স্পোর্টস ডেস্ক: আজ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক তার আগের দিন কোচ হারিয়ে বড় একটা ধাক্কা খেল ক্যারিবীয়ানরা। মুশফিকদের বিপক্ষে মাঠে নামার অনুশীলনে অনুপস্থিত রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সভাপতি ডেভ ক্যামেরন অনুশীলনে গিবসনের অনুপস্থিতির কথা নিশ্চিত করেন। কোচ নিয়ে তিনি বলেন, ‘তিনি গ্রানাডায় নেই, আমরা কেবল এটুকুই নিশ্চিত করতে পারি। এছাড়া আর কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না। আমরা আলোচনা করছি।’ দলের প্রধান কোচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, ‘গিবসনকে ছাঁটাই করা হয়েছে বা হতে পারে। গত সোমবার গ্রেনাডার সেন্ট জর্জে দলের অনুশীলনে ছিলেন না তিনি। সহকারী কোচ স্টুয়ার্ট উইলিয়ামস ওয়ানডে সিরিজে অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করতে পারেন। আর সহকারী কোচ হতে পারেন বোলিং কোচ কার্টলি অ্যামব্রোস।’ দু’টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা গিবসনকে ২০১০ সালের জানুয়ারিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ডব্লিউআইসিবি। গত বছর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। একুশে সংবাদ ডট কম/মামুন/২০.০৮.২০১৪
Link copied!