AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুঙ্গার দলে বিশ্বকাপের মাত্র ১০ সদস্য


Ekushey Sangbad

০৮:৪৫ এএম, আগস্ট ২০, ২০১৪
দুঙ্গার দলে বিশ্বকাপের মাত্র ১০ সদস্য

একুশে স্পোর্টস ডেস্ক: দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা, যাতে ঠাঁই পেয়েছেন বিশ্বকাপ দলের মাত্র ১০ জন সদস্য। নতুনভাবে দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র সফর হবে দুঙ্গার প্রথম অভিযান। ৫ সেপ্টেম্বর মিয়ামিতে কলম্বিয়া ও ৯ সেপ্টেম্বর নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার ২২ সদস্যের দল ঘোষণা করেন লুইস ফেলিপ স্কলারির জায়গায় দায়িত্ব নেয়া নতুন কোচ কার্লোস দুঙ্গা । ২২ সদস্যের দলে বিশ্বকাপ দলের মাত্র ১০ জনের ওপর আস্থা রেখেছেন দুঙ্গা। শেষ দুই ম্যাচে ১০ গোল হজম করা ব্রাজিলের রক্ষণভাগ পুরো পাল্টে দিয়েছেন দুঙ্গা। দলে বিশ্বকাপের মাত্র দুইজন ডিফেন্ডারকে নিয়েছেন তিনি। দানি আলভেস, মার্সেলোর মতো তারকা ডিফেন্ডারদের জায়গা হয়নি তার দলে। তবে অধিনায়ক থিয়াগো সিলভা দলে নেই চোটের কারণে। ভালো খেলার পরও স্কলারি যেসব খেলোয়াড়কে এড়িয়ে গিয়েছিলেন তাদের অনেককেই ডেকেছেন দুঙ্গা। এদের মধ্যে আছে আতলেতিকো মাদ্রিদকে লা লিগার শিরোপা জেতাতে সহায়তা করার পর চেলসিতে যোগ দেয়া ফিলিপে লুইস এবং লিভারপুলের প্লেমেকার ফিলিপে কোতিনিয়ো।পিএসজির সেন্টার-ব্যাক মারকুইনিয়োস এবং আতলেতিকোর মিরান্দাও ডাক পেয়েছেন। ব্রাজিল বিশ্বকাপ দলে ছিলেন কিন্তু তার প্রথম দলটিতে যারা জায়গা পাননি তাদের হতাশ না হওয়ার পরামর্শ দেন দুঙ্গা। তিনি বলেন “যারা বিশ্বকাপ দলে ছিলেন কিন্তু এই দলে জায়গা হয়নি তাদের জন্য এখনো দরজা খোলা রয়েছে। এখনো কাউকে বাদ দেয়া হয়নি।” ব্রাজিল দল: জেফারসন, রাফায়েল কাবরাল , মাইকন, ডেবিড লুইস, মারকুইনিয়ো, জিল, মিরান্দা. ফিলিপ লুইস , আলেক্স সান্দ্রো, দানিলো, র‌্যামিরেস, উইলিয়ান, অস্কার, লুইস গুস্তাভো , ফার্নানদিনহো, এলিয়াস, নেইমার, হাল্ক. এভারতন রিবেইরো, রিকার্দো গোলার্ত, ফেলিপে কোতিনিয়ো, দিয়েগো তারদেলি । একুশে সংবাদ ডট কম/মামুন/২০.০৮.২০১৪
Link copied!