AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিরামপুরে অপহরণের পর ৯ লাখ টাকা ছিনতাই


Ekushey Sangbad

০৯:২৮ এএম, আগস্ট ২০, ২০১৪
বিরামপুরে অপহরণের পর ৯ লাখ টাকা ছিনতাই

একুশে সংবাদ : দিনাজপুরের বিরামপুরে তিনজনকে অপহরণ করে তাদের কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সঙ্গবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দুর্গাপুর ঢিবিতে ব্যারিকেট দিয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে ওই চক্রটি। পরে কারে থাকা ৩ জনকে মাইক্রোবাসে তুলে নিয়ে তাদের কাছে থাক ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলার দিওড় এলাকায় মাইক্রোবাস থেকে ওই তিনজনকে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে। আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার আমিন ব্রিক্স ও আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রুহুল আমিন (৪২) ও তার বন্ধু ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন (৪২) বুধবার বিরামপুর ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে প্রাইভেটকারযোগে দিনাজপুর যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বিরামপুরের দুর্গাপুর ঢিবিতে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে ছিনতাইকারীরা প্রাইভেট কারটিকে ব্যারিকেট দিয়ে এর চালক মিঠুসহ ভিতরে থাকা এক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাকে তুলে নেয়। বিরামপুর থানার সেকেণ্ড অফিসার মফিজুল হক ও সার্কেল এএসপি শুসান্ত সরকার দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে সড়ক-মহাসড়কে পুলিশী তৎপরতা শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলের ১৫ কিলোমিটার দূরে দিওড় এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দৌঁড়ে পালানোর শর্তে অপহৃতদের মুক্তি দেয়। সার্কেল এএসপি শুসান্ত সরকার ও এসআই মফিজুল হক অপহৃতদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/এমকেএইচ/২০-০৮-০১৪:
Link copied!