AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমেছে চায়ের দাম


Ekushey Sangbad

১১:৩৬ এএম, আগস্ট ২০, ২০১৪
কমেছে চায়ের দাম

একুশে সংবাদ : সরবরাহ বেশি থাকায় মঙ্গলবার চট্টগ্রামের চা নিলাম ঘরে বাংলাদেশি চা পাতার দর কমেছে। তবে গুণগত মানসম্পন্ন হওয়ায় বেড়েছে বিক্রির পরিমাণ। এদিন নিলাম ঘরে চায়ের সরবরাহ ছিল মৌসুমের সবচেয়ে বেশি।   ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবারের সাপ্তাহিক লেনদেনে গড়ে প্রতি কেজিতে চা পাতার দর কমেছে ৪৪ পয়সা। এদিন গড়ে প্রতি কেজি চা পাতার দর ছিল ১৮৮ টাকা ২৫ পয়সা। আগের সপ্তাহের নিলামে এ দর ছিল ১৮৮ টাকা ৬৯ পয়সা।   নিলাম ঘরে এদিন ২২ লাখ ৩০ হাজার কেজি চা নিলামে তোলা হয়। এর মধ্যে ২৪ শতাংশ চা বিক্রি হয়নি। আগের সপ্তাহের নিলামে তোলা হয়েছিল ২০ লাখ কেজি চা। যার মধ্যে বিক্রি হয়নি ৩০ শতাংশ চা।   ওই কর্মকর্তা জানান, মৌসুমের সর্বোচ্চ পরিমাণ চায়ের সরবরাহ ছিল মঙ্গলবারের নিলামে। দেশীয় ক্রেতাদের চাহিদার কারণে চায়ের দরে খুব বেশি পড়েনি। একই কারণে বেড়েছে বিক্রির পরিমাণ। বাংলাদেশে ২০১৩ সালে চায়ের উৎপাদন ছিল ৬ কোটি ৩৫ লাখ কেজি। যা আগের বছরের তুলনায় এক দশমিক ৬০ শতাংশ বেশি। তবে, চা উৎপাদনের এ পরিমাণ দেশের চাহিদার থেকে কম। বাংলাদেশে চায়ের বার্ষিক চাহিদা ৬ কোটি ৫০ লাখ কেজি। চলতি বছরের এপ্রিলে, বাংলাদেশ সরকার চা আমদানি ওপর আরোপিত শুল্ক তিন গুণ বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করে। বেশি সরবরাহের কারণে দেশীয় চায়ের দর কমায় সরকার এ সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় বাংলাদেশ চা রফতানির পাশাপাশি আমদানিও করে থাকে। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৮-০১৪:
Link copied!