AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাগরে এক কোম্পানিকে একাধিক ব্লক নয় : প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

১১:৫৫ এএম, আগস্ট ২০, ২০১৪
সাগরে এক কোম্পানিকে একাধিক ব্লক নয় : প্রধানমন্ত্রী

একুশে সংবাদ : সাগরে খনিজ সম্পদ আহরণে কোনো কোম্পানিকে একের বেশি ব্লক বরাদ্দ দেয়া হবে না জানিয়ে নতুন করে দরপত্র আহ্বান করতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমাদের সমুদ্রসীমায় তেল ও গ্যাস আহরণের জন্য নতুনভাবে বিডিংয়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমুদ্রসীমায় সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ ও অ্যাকশন প্লান প্রণয়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রেসসচিব জানান, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটি কোম্পানিকে বেশি ব্লক দেয়া যাবে না’।” ২০১২ সালের সেপ্টেম্বরে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসপি) প্রণয়নের পর ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ব্লকগুলো বাদ রেখে গভীর ও অগভীর সমুদ্রের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র ডাকে পেট্রোবাংলা। এর মধ্যে অগভীর সমুদ্রের এসএস-০২ থেকে এসএস-০৪ ও এসএস-০৬ থেকে এসএস-১১ ব্লকের জন্য দুই দফার দরপত্র ডাকা হয়। তারপরও চারটি ব্লকের জন্য তিনটি কোম্পানি দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে গত ফেব্রুয়ারি ও মার্চে তিনটি ব্লক থেকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ভারতের ওএনজিসি এবং অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরভিত্তিক যৌথ কোম্পানি স্যান্টোস সাঙ্গু ফিল্ড লিমিটেড ও ক্রিশ এনার্জির সঙ্গে চুক্তি করে পেট্রোবাংলা। কিন্তু গভীর সমুদ্রের ডিএস-১২, ডিএস-১৬ ও ডিএস-২১ ব্লকের জন্য তেল-গ্যাস অনুসন্ধানকারী কোনো আন্তর্জাতিক কোম্পানির প্রস্তাব না পেয়ে গতবছর ফেব্রুয়ারিতে দরপত্র প্রক্রিয়া স্থগিত করে পেট্রোবাংলা। ঠিকাদারদের দাবি অনুযায়ী শর্ত শিথিলের জন্য পিএসসি সংশোধন করা হয়। এই তিন ব্লকের জন্য বর্তমানে দরপত্র মূল্যায়ন চলছে। তিনটি ব্লকেই একমাত্র দরদাতা যুক্তরাষ্ট্রের কনকো ফিলিপস। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল, নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অংশ নেন। নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন। তিন ঘণ্টার এই বৈঠকে বৈঠকে নৌবাহিনী প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ সচিব, জ্বালানী সচিব, নৌ-পরিবহণ সচিব, পরিবেশ ও বন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্পারসো চেয়ারম্যান, সার্ভেয়ার জেনারেল এবং পরমাণু কমিশনের চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাদের কর্মপরিল্পনা উপস্থাপন করেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২০-০৮-০১৪:
Link copied!