AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাই ৩ কি: মি: সড়কের ভগ্নদশা চরমে তিন বছরেও সস্কার হয়নি


Ekushey Sangbad

০৫:২৭ এএম, আগস্ট ২১, ২০১৪
আত্রাই ৩ কি: মি: সড়কের ভগ্নদশা চরমে তিন বছরেও সস্কার হয়নি

আত্রাই (নওগাঁ) থেকে নাজমুল হক নাহিদ ঃ নওগাঁর আত্রাই উপজেলা ভবানীপুর বাজার হতে শাহাগোলা রেলষ্টেশন পর্যন্ত সড়কটি রক্ষনাবেক্ষন ও তত্বাবধানের অভাবে চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পরেছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ন এ সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট সুরকি উঠে অসংখ্য খনাখন্দে পানি, কাদা জমে লাখো মানুষের দুর্ভোগ পোহাতে হয়। উল্লেখিত এই উপজেলার লাখো মানুষের পরস্পর সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত সহজ ও নিকটতম পথ হিসাবে শাহাগোলা সড়কটি ব্যবহার করে আসছেন জনসাধারন। সড়কটি শাহাগোলা রেলষ্টেশন থেকে শুরু করে ভবানীপুর বাজার পেরিয়ে নওগাঁ ও আত্রাই উপজেলার মহা সড়কে সংযুক্ত হয়েছে। রাস্তাটির বেশির ভাগ কার্পেটিং, খোয়া উঠে গতের্র সৃষ্টি হওয়ায় ভ্যান, রিকশা সাইকেল, ভটভটি সহ বিভিন্ন যানবাহন চলাচলে নিদারুন কষ্ট ভোগ করছে জনগন। মাদ্রাসা সহ অনেক স্কুল, কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এ সড়ক দিয়ে চলাচল করে। এলাকার কৃষকের দুর্ভগও কম নয়। সড়কটি খনাখন্দের কারনে  তারা যানবাহন যোগে তাদের কৃষি পন্য ঘরে তুলতে এবং হাটবাজারে নিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঝুকির কারনে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা শিক্ষার্থীরা। ফলে প্রতিষ্ঠানগুলোতে দিন দিন কমছে উপস্থিতির সংখ্যা বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বারংবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি জানালেও সড়কের উন্নয়ন হয়নি। সরজমিনে জানা গেছে, এ সড়কের দু’ পাশে বসবাসকারী একাধিক গ্রামবাসী ও শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন, শাহাগোলা সড়ক যেন মরন ফাঁদ। সড়কটির সংস্কার নেই দীর্ঘদিন। দেখার ও কেউ নেই। নেই কারও কোন মাথাব্যাথা। ভুক্তভূগী এলাকাবাসী আরও জানান, সড়কটির এমন ভগ্নদশা যে, দিনে চলাচল করা গেলেও রাতে চলাচল অসম্ভব হয়ে পড়ে। প্রতিনিয়োত শোনা যায় একের পর এক দুঘটনার খবর। জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার বা মেরামত করার ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে ভক্তভূগীরা জানান। বর্তমানে সরকার দেশের বিভিন্ন রাস্তাঘাট সংস্কারের পদক্ষেপ নিলে ও আত্রাই উপজেলার এ জনগুরুত্বপুর্ন সড়কটি সংস্কার না হওয়ায় ভুক্তভূগী মহল সংশ্লিষ্ট স্থানীয় সংসদ সদস্যের নিস্ত্রীয়তায় প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী এলাকাবাসী আরও জানান, সড়কটি সংস্কারের ব্যবস্থা করতে আত্রাই, রাণীনগর সংসদ সদস্য ইসরাফিল আলম এম পির হস্তক্ষেপ কামনা করছেন #
Link copied!