AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিওয়াল্ড কোম্পানীর পরিচালক প্রতারক সায়েমের ক্ষপ্পরে পড়ে বর্সশান্ত অর্ধশত যুবক


Ekushey Sangbad

০৯:৩৫ এএম, আগস্ট ২১, ২০১৪
ইউনিওয়াল্ড কোম্পানীর পরিচালক প্রতারক সায়েমের ক্ষপ্পরে পড়ে বর্সশান্ত অর্ধশত যুবক

কে. এম. রুবেল, ফরিদপুর : fffffffইউনিওয়াল্ড কোম্পানীর পরিচালক প্রতারক সায়েমের ক্ষপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধ শত শিক্ষিত বেকার যুবক। দেশের বিভিন্ন জেলায় প্রতারক সায়েম একটি সংঘবদ্ধ দল রয়েছে। এই সংঘ্য বদ্ধ দলের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে বেকার শিক্ষিত যুবকদের কোরিয়া ও অষ্ট্রেলিয়া পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রতারক সায়েম যেসব যুবকদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে টাকার সম পরিমানে ব্যাংক এশিয়া, রূপনগর শাখা, ঢাকা হিসাব নং- ১৫৭৩৩০০০৪৩১ চেক প্রদান করেছেন। আবার অনেকের কাছ থেকে যুডিশিয়াল ষ্টাম্প এর মাধ্যমে টাকা নিয়েছে। প্রতারক সায়েম শুধু ব্যাংক এশিয়া না আরও অনেক ব্যাংক এর চেক দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাত করেছে। প্রতারক সায়েমের ক্ষপ্পরে পড়ে সর্বশান্ত হওয়া আরিফ ইফতেখার কোন উপায় অন্ত না পেয়ে ১৪ আগষ্ট ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ঐদিন ভোর রাতে রাজধানীর মিরপুরের রূপনগর থেকে সায়েমকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে আসে। গ্রেফতারের সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, একটিধক ব্যাংকের চেক, বেশকিছু দেশী-বিদেশী এটিএম কার্ড, বিভিন্ন দেশের ভূয়া ভিসার কাগজপত্র জব্দ করে। বর্তমানে প্রতারক সায়েম ফরিদপুর কারাগারে আছে। প্রতারক সায়েম গ্রেফতারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুবকরা ফরিদপুরে আদালত পাড়ায় ভীড় করছে। নরসিংদি থেকে আসা সিফাত জানায় আমাকে অষ্ট্রেলিয়া পাঠানোর নাম করে প্রথম কিস্তি হিসাবে ৩লাখ ২০ হাজার টাকা নিয়েছে দীর্ঘ দিন ধরে। টাকা নেওয়ার পর থেকে আমার সাথে আর সে কোন যোগাযোগ রাখেনি। আমি বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তাকে পাইনি। সে এক এক সময় এক এক এলাকার ঠিকান ব্যবহার করে। পত্রিকায় ও টেলিভিশনের সংবাদ শুনে ফরিদপুরে এসেছি। নড়াইল থেকে আসা রামিম এর একই কথা বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়েছে কিন্তু বিদেশে পাঠায়নি আমার টাকাও ফেরত দিচ্ছেনা। প্রতারক সায়েম শুধু সিফাত, রামিম নয় এরকম অর্ধশত যুবকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই সব যুবকরা এখন আদালতের দিকে তাকিয়ে আছে। এদিকে গত সোমবার বিজ্ঞ আদালত প্রতারক সায়েমের ২দিনের রিমান্ড মঞ্জু করেছেন।
Link copied!