AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্র যদি না চায়, তখন আমাদের কিছু করার থাকে না: হেলাল উদ্দিন


Ekushey Sangbad

০৭:২০ এএম, আগস্ট ২২, ২০১৪
রাষ্ট্র যদি না চায়, তখন আমাদের কিছু করার থাকে না: হেলাল উদ্দিন

একুশে সংবাদ : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন পদ্ধতি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী নেতারা। তাদের বিশ্বাস, জয়-পরাজয় নির্ভর করবে ভোটের পদ্ধতির ওপর। তাই তিন শীর্ষ পদে (সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি) নির্বাচন কী গোপন ব্যালটের মাধ্যমে হবে, নাকি হাত তুলে হবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সংগঠনটির সদস্যদের মনে।   প্রচলতি নিয়মানুযায়ী সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হন পরিচালকদের গোপন ভোটে। কিন্তু বর্তমান কমিটির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ সদস্যদের সরাসরি ভোটেই শীর্ষ তিনটি পদে নির্বাচনের আয়োজন করা। তাই সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে একটি চিঠি দিয়েছেন এফবিসিসিআইয়ের বর্তমান কমিটি। এ দাবি ছিল ২০০২ সাল থেকে। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি সরাসরি ভোটের এ পদ্ধতি।   এ প্রসঙ্গে কথা হয় এফবিসিসিআিইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে। সম্প্রতি মতিঝিলে ফেডারেশন ভবনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের মিনি পার্লামেন্ট নামে খ্যাত এফবিসিসিআইয়ের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি এই তিনটি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আসছি। দেশের অধিকাংশ ব্যবসায়ীই চান এ পদ্ধতিতে নির্বাচন হোক। কিন্তু রাষ্ট্র যদি না চায়, তখন আমাদের কিছু করার থাকে না।’   দেশের এই শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতার সঙ্গে কথা বলেন আমাদের অর্থনৈতিক প্রতিবেদক নিয়াজ মাহমুদ। সেই আলোচনার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো। এফবিসিসিসিআইয়ের নিয়মানুযায়ী নভেম্বরে পরিচালকসহ সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন হওয়ার কথা। নির্ধারিত সময়ে কি নির্বাচন হচ্ছে? হেলাল উদ্দিন : না, চলতি বছরের নভেম্বরে নির্বাচন হচ্ছে না। তিন মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআইয়ের পরিচালনা পরিষদ। সে অনুযায়ী বাণিজ্যমন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।   নির্বাচন পেছানোর কারণ কি? হেলাল উদ্দিন : আমাদের বর্তমান কমিটির সময়ে ব্যাপকভাবে রাজনৈতিক অস্থিরতা ছিল। এ কারণে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারি নাই। অন্যদিকে রাজধানীতে হাটখোলা রোডে ১৫তলা অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের কিছু কাজ চলছে। এই মুহূর্তে নির্বাচন হলে এই কাজের বিঘ্ন ঘটবে।   অ্যাসোসিয়েশন ভবন নির্মাণে আপনার কমিটির বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, এ প্রসঙ্গে আপনার অভিমত কি? হেলাল উদ্দিন : পিপিআর মেনেই আমরা কাজ করেছি। আমার মতে ভবন নির্মাণে Niazঅবৈধভাবে ১০ টাকাও লেনদেন হয়নি। আর এফবিসিসিআই প্রেসিডেন্ট ১০ টাকাও এদিক-সেদিক করতে দেন না। তবে আমার কিছু শত্রু তৈরি হয়ে গেছে, যারা আমাদের বিরুদ্ধে এ সব বলে বেড়াচ্ছেন।   ২০১২ সালের নির্বাচনে আগে আপনার কমিটির প্রতিশ্রুতি ছিল উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ কমানো। বিষয়টি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? হেলাল উদ্দিন : নানা কারণে দেশের ব্যাংকিংখাতে অস্থিরতা ছিল। গ্রাহকদের আস্থা কমে গেছে। ব্যাংকঋণ কমেনি। এখনো ব্যাংকগুলোর স্প্রেড ৫ শতাংশের বেশি। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকঋণ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। গত দুই বছরের মেয়াদে আপনার কমিটির সবচেয়ে বড় সফলতার দিকগুলো কি কি? হেলাল উদ্দন : এ সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অস্থির ছিল রাজনীতির মাঠ। আমরা ব্যবসায়ীদের সংগঠন হিসেবে স্থিতিশীলতার জন্য নানা সময় নানা উদ্যোগ নিয়েছি। এ ছাড়াও ফরমালিনমুক্ত বাজার তৈরি করার লক্ষে বিনা মূল্যে দেশের ২৭টি বাজারে ফরমালিন পরীক্ষার মেশিন বিতরণ করা হয়েছে। জাল টাকার ব্যবসা বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বিভিন্ন মার্কেটে জাল টাকা পরীক্ষা করার মেশিন বিতরণ করা হয়েছে। জাতীয় বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারকে নানা সুপারিশ করেছি।   এফবিসিসিআইয়ের নির্বাচন পদ্ধতির ইতিহাস নিয়ে যদি কিছু বলেন। হেলাল উদ্দিন : ১৯৭৩ সালে এফবিসিসিআই প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০২ সাল পর্যন্ত সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে সরাসরি নির্বাচনের নিয়ম ছিল। কিন্তু ২০০২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এক আদেশ বলে এফবিসিসিআইয়ের নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তনের নির্দেশ দেয়। এ আদেশে সভাপতি ও সহসভাপতি পদে সরাসরি নির্বাচনের পরিবর্তে পরিচালকদের ভোটে নির্বাচনের ব্যবস্থা করা হয়।   এ পদ্ধতি বাতিলের জন্য বর্তমান কমিটি কি ব্যবস্থা গ্রহণ করেছে? হেলাল উদ্দিন : এফবিসিসিআইয়ের সব পদে সরাসরি নির্বাচনের পক্ষে মত অধিকাংশ ব্যবসায়ীর। এই পরিচালনা পর্ষদে আমাদের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ও ব্যবসায়ীদের দাবির মুখে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে একটি চিঠি দেওয়া হয়েছে।   ওই চিঠিতে কি বলা হয়েছে? হেলাল উদ্দিন : দেশের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবি এফবিসিসিআইয়ের সব সভাপতি, প্রথম সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ সব পদে সরাসরি নির্বাচন। এটি বাস্তবায়িত হলে বর্তমান গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর হবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের ভূমিকা আরও জোরালো হবে।   এই চিঠির কোনো উত্তর পাওয়া গেছে? হেলাল উদ্দিন : বাণিজ্যমন্ত্রীকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধও করছি। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে রাষ্ট্র যদি না চায়, তখন আমাদের কিছু করার থাকে না। একুশে সংবাদ ডটকম/আর/২২-০৮-০১৪:
Link copied!