AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিল্পখাতের উন্নয়নে ডি-৮ এর অর্থায়নের আগ্রহ প্রকাশ


Ekushey Sangbad

১২:১০ পিএম, আগস্ট ২৬, ২০১৪
শিল্পখাতের উন্নয়নে ডি-৮ এর অর্থায়নের আগ্রহ প্রকাশ

একুশে সংবাদ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের শিল্পখাতগুলোর উন্নয়নে ডি-৮ টেকসই প্রকল্প গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সফররত ডি-৮ এর মহাসচিব ড. সাঈদ আলী মোহাম্মদ মৌসাভির সাথে বৈঠক শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে চলতি বছরের নভেম্বরে তেহরানে অনুষ্ঠেয় চতুর্থ ডি-৮ শিল্প সহায়তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম আফরোজা খানসহ শিল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উদীয়মান ৮টি মুসলিম দেশের অর্থনৈতিক সহায়তাজোট ডি-৮ এর পক্ষ থেকে সংস্থার মহাসচিব বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে প্রকল্প গ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর শিল্পখাতে কার্যকর সহায়তা ও প্রযুক্তি হসাতান্তরের ওপর গুরুত্ব দেন। তিনি শিল্পখাতের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার ক্ষেত্র জোরদার করতে ডি-৮ ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কমিয়ে আনার তাগিদ দেন। বৈঠকে ডি-৮ মহাসচিব ২০১২ সালের অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় ডি-৮ শিল্প সহায়তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, এর ফলে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সদস্য রাষ্ট্রগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে আন্তঃবাণিজ্য ও রপ্তানি বাড়াতে পারে বলে তিনি মন্তব্য করেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২৬-০৮-০১৪:
Link copied!