AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরুষদের যে গুণে আকৃষ্ট হন নারীরা ?


Ekushey Sangbad

০৫:২৬ এএম, আগস্ট ২৭, ২০১৪
পুরুষদের যে গুণে আকৃষ্ট হন নারীরা ?

একুশে সংবাদ : সব মেয়েই চায় তার জীবনসঙ্গী হবেন একেবারে তার মনের মতন৷ শুধু তাই নয় মনের মানুষটির থাকতে হবে আকর্ষণ করার ক্ষমতা৷ কিন্তু একজন নারী ঠিক কি চান, তা সচরাচর বুঝতে পারেন না অনেক পুরুষই৷ নারীরা পুরুষের মাঝে কি খোঁজেন? পুরুষের কোন গুণ সবচেয়ে বেশি আর্কষণ করে একজন নারীকে? একদল বিজ্ঞাবীর মনেই উঁকি দেয় এই প্রশ্ন৷ তাই নারীর মনের খোঁজ নিতে গবেষণা শুরু করেন তারা৷ এই গবেষণা থেকেই জানা যায় এইজন নারীর কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ হল তার কন্ঠস্বর৷ বৈজ্ঞানিকদের দাবি, পুরুষের কন্ঠ শুনেই নারীরা কল্পনা করে নিতে পারেন সেই পুরুষকে কেমন দেখতে৷ বিজ্ঞানিরা এই গবেষণায় দেখেন, পুরুষের কন্ঠস্বর নারীর মনে গভীর আলোড়ন সৃষ্টি করে৷ কেবল কন্ঠস্বরের মধ্যমেই পুরুষের দেহের গঠন, উচ্চতা, রসবোধ আন্দাজ করে নিতে পারেন একজন নারী৷ গবেষকেরা জানিয়েছেন, আসলে শব্দের স্পন্দন ও কন্ঠস্বরের ওঠানামাই হল আসল বিষয়৷ একজন পুরুষ কি বলছে, কিভাবে বলছেন তা এক্ষেত্রে একটুও গুরুত্বপূর্ণ নয়৷ ইউনির্ভাসিটি কলেজ অফ লন্ডনের এই গবেষণা থেকে আরও জানা যায়, পুরুষের ক্ষেত্রে ভারী কন্ঠস্বর ও নারীদের সরু কন্ঠস্বর হলে তারা বেশি আকর্ষণীয় হন৷ ফলে এতে শ্রোতা তার চেহার মনে মনেই কল্পনা করে নিতে পারেন৷ রীতিমতো হাতে কলমে পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁচেছেন গবেষকেরা৷ এই গবেষণা ১০ জন মহিলাকে রেকর্ড করা পুরুষকন্ঠ শোনানো হয়৷ এর পরিপ্রেক্ষিতে মহিলাদের মন্তব্যও রেকর্ড করা হয়৷ দেখা গেছে, প্রত্যেক মহিলাই পুরুষের কন্ঠস্বর শুনে তার চেহারা, যৌনতা এমনকি তাকে কেমন দেখতে তা আঁচ করার চেষ্টাও করেছেন৷ মহিলাদের উত্তর থেকে গবেষকেরা আরও বেশ কিথু প্রবণতা লক্ষ করেছেন৷ যেমন, কোন পুরুষের কন্ঠস্বর ভারি হলে এবং কন্ঠস্ব কম কাঁপলে মহিলারা সেটি বেশি পছন্দ করেন৷ একুশে সংবাদ ডটকম/আর/২৭-০৮-০১৪:
Link copied!