AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন কাম্য নয়


Ekushey Sangbad

০৮:২০ এএম, আগস্ট ২৭, ২০১৪
ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন কাম্য নয়

বর্তমান সরকার প্রথমবার ক্ষমতাসীন হয়েই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ঘিরে অগ্রাধিকারভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়ন করে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশেষ আইন বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ করা হয়। এ আইনের ফলে কোনোরকম জবাবদিহি ছাড়াই সরকার রেন্টাল ও কুইক রেন্টালের মতো স্বল্পমেয়াদি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যায়। তখন সমালোচনার জবাবে বলা হয়েছিল, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব স্বল্পমেয়াদি ব্যবস্থার ইতি ঘটবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন লক্ষ করা গেল না; বরং ২০১২ সালের পর এবার আরেকবার বিশেষ আইনটি সংশোধন করে কুইক রেন্টালের মেয়াদ আরও চার বছর বাড়ানো হলো। মূলত এ সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের পরিকল্পনার লক্ষ্যচ্যুতির আভাস পাওয়া গেল। বাস্তবেও আমরা লক্ষ করেছি, মধ্য ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। অন্যদিকে কুইক রেন্টালের ওপর নির্ভরতা বিদ্যুৎ খাতের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করল। একটি বিকাশমান অর্থনীতির জন্য আমাদের বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে সরকারের গৃহীত মহাপরিকল্পনা ছিল সময়োপযোগী। কিন্তু গোড়াতেই বিশেষ আইনের মাধ্যমে রেন্টাল ও কুইক রেন্টালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইনডেমনিটি প্রদান করলে বিতর্কের ঝড় ওঠে। কুইক রেন্টালের কারণে অত্যধিক তেল আমদানির কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ঝুঁকিতে পড়ে। এ খাতে ভর্তুকি হ্রাসের জন্য ছয় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয় ৬৩ দশমিক ৫৬ শতাংশ। এর ফলে সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ দুর্ভোগে পড়ে, আর বিনিয়োগ হ্রাস পায়। বর্তমানে আইনটির মেয়াদ বাড়ানোর কারণে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকার শঙ্কা রইল। সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা অনুযায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গ্যাসের অভাবে বর্তমানে সুবিধা থাকা সত্ত্বেও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। অর্থাৎ মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোর অবস্থা করুণ। এ অবস্থায় কুইক রেন্টালের ওপর নির্ভরশীলতায় কিছু লোকের সুবিধা হলেও বৃহত্তর জাতীয় স্বার্থ উপেক্ষিত হলো। কুইক রেন্টাল মূলত যুদ্ধকালীন ও জরুরিভিত্তিক ব্যয়বহুল একটি বিশেষ ব্যবস্থা। জাতীয় উন্নয়নে এটা বিদ্যুৎ নিরাপত্তা দিতে সক্ষম নয়। তাই সরকারের উচিত এসব স্বল্পমেয়াদি প্রকল্প গুটিয়ে মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা। একইসঙ্গে কুইক রেন্টাল নিয়ে অনিয়ম ও আর্থিক অভিযোগগুলো খতিয়ে দেখা জরুরি। একুশে সংবাদ ডটকম/এফরান/২৭.০৮.০১৪:
Link copied!