AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে প্রথম ছাড়া হবে গুগল ‘অ্যান্ড্রয়েড ওয়ান’


Ekushey Sangbad

০৯:১৮ এএম, আগস্ট ২৭, ২০১৪
ভারতে প্রথম ছাড়া হবে গুগল ‘অ্যান্ড্রয়েড ওয়ান’

একুশে সংবাদ ডেস্ক : সেপ্টেম্বরের শুরুতেই সার্চ জায়ান্টের প্রথম ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ স্মার্টফোন প্রকাশ পাচ্ছে। ইকোনোমিক টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের সুলভ মূল্যের এ পণ্যটি ভারতের বাজারে ছাড়ার সবরকম প্রস্ত্ততি সম্পন্ন। স্মার্টফোন প্রত্যাশীদের জন্য অ্যান্ড্রয়েড ওয়ান হলো গুগলের কমদামে অত্যাধুনিক সুবিধা প্রদানের একটি উদ্যোগ। তথ্য মতে, ভারতে এর আনুমানিক দাম ৭ থেকে ৯ হাজার রুপি। কিন্তু গুগলের পরিকল্পিত ১০০ ডলার নির্ধারিত মূল্য সীমার চেয়ে যা কিছুটা বেশি। সার্চ জায়ান্টের প্রথম এই ‍অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ভারতের বাজারে সরবরাহ করবে মাইক্রোম্যাক্স, কার্বন এবং স্পাইস। যারা প্রত্যেকেই অন্ত্যত পণ্যটির একটি ভার্সন বিক্রি করবে। প্রতিষ্ঠানটি আশাবাদী স্মাটফোনের গুণগত সুবিধাগুলো এর গ্রাহকরা্ উপভোগ করতে পারবে। এছাড়া চিপ নির্মাতা জায়ান্টের সঙ্গে সার্চ জায়ান্টের জুটি বাধার দিকটি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের ধারণা আসন্ন এ পণ্যটিতে অন্তর্ভূক্ত কোয়াড কোর প্রসেসরের যোগান দেবে মিডিয়াটেক। অন্যান্য তথ্যের মধ্যে-১ জিবি ৠাম, ক্ষুদ্র ইন্টারনাল স্টোরেজ অবশ্য ব্যবহারকারীরা প্রয়োজনে মেমোরি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে এসডি কার্ডের মাধ্যমে। ৪.৩ ইঞ্চি থেকে ৪.৫ ইঞ্চির পর্দা সম্বলিত পণ্যটির জন্য থাকছে অ্যান্ড্রয়েডের ৪.৪.৪ কিটক্যাট সংস্করণ।অবশ্য, গুগলের নতুন সফটওয়্যার অ্যান্ড্রয়েড এল প্রকাশের সময় অতি নিকটে। তাই ব্যবহারকারীরা আপডেট গ্রহণেরও সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ানের আশানুরুপ সাড়ার ওপর বিশ্বের অন্যান্য বাজারে পণ্যটির যাওয়া নির্ভর করছে। একুশে সংবাদ ডটকম/এফরান/২৭.০৮.০১৪:
Link copied!