AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অচিরেই পুর্বের অবস্থায় ফিরবে ম্যানইউ : পার্সি


Ekushey Sangbad

০২:৩১ পিএম, আগস্ট ২৯, ২০১৪
অচিরেই পুর্বের অবস্থায় ফিরবে ম্যানইউ : পার্সি

একুশে স্পোর্টস ডেস্ক: নতুন কোচ লুইস ফন গালের অধীনে অচিরেই পুর্বের চেহারায় ফিরে আসবে বিপর্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেড, এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন রবিন ফন পার্সি। আগামীকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে বার্নলির মোকাবেলা করবে ইউনাইটেড। হতাশাজনক পারফর্মেন্স দিয়েই গত সপ্তাহে প্রিমিয়ার লিগ মিশণ শুরু করেছে ফন গালের নতুন ক্লাবটি। তবে তাকে এর চেয়েও বেশি বিব্রত করেছে সপ্তাহের শেষভাগে লীগ কাপের ম্যাচটি। কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় বিভাগের ক্লাব মিলটন কেইনেস (এমকে) ডনস এর কাছে তারা ৪-০ গোলের বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এর আগে প্রিমিয়র লীগে নিজেদের উদ্বোধনী ম্যাচে সোয়ানসি সিটির কাছে পরাজিত হবার পর দ্বিতীয় ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে। তবে ইংলিশ ফুটবলের রেকর্ড পরিমান ৯৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে আর্জেন্টাইন মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়াকে দলভুক্ত করে ইউনাইড এখন কিছুটা উজ্জীবিত। আর তাই বাজেভাবে মৌসুম শুরু করার পরও দলের ভাল ববিষ্যৎ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ডাচ স্ট্রাইকার পার্সি। তিনি বলেন, ‘আমি মনে করি দলের খেলোয়াড় ও স্টাফদের ওপর সবার বিশ্বাস এবং আস্থা রয়েছে। আমাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে। বিশ্বকাপ মিশনের পর বিশ্রাম শেষে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে প্রথমবারের মত একাদশে যোগ দিয়েছিলেন পার্সি। ক্রমেই নিজের দক্ষতা ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন এই ডাচ তারকা। তিনি বলেন, ‘আমি ফিটনেস ও সুস্থতা অনুভব করছি। কয়েক সপ্তাহ ধরেই আমি ভালভাবে অনুশীলন করছি এবং আজ পুরো একঘন্টা ধরে ফুটবল খেলেছি। এখন বার্নলির বিপক্ষে ম্যাচটির জন্য অপেক্ষা করছি।’ এদিকে নিজেদের মাঠ ট্রার্ফ মুড়ে ইউনাইটেডকে আথিথেয়তার ম্যাচের আগে নতুন করে কোন ধরনের ইনজুরি সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়নি বার্নলিতে। আগে থেকেই হাটুর ইনজুরিতে থাকা স্ট্রাইকার স্যাম বকস ও উরুর ইনজুরিতে থাকা তরুন ডিফেন্ডার ক্যামেরন ডামিগান এখনো চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে প্রথম একাদশেই ডি মারিয়াকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে ইউনাইটেডের। তবে দলটির আরেক নবাগত ডিফেন্ডার মার্কোস রোহো এখনো ওয়ার্ক পারমিটের অপেক্ষায় রয়েছেন। সুতরাং তাকে একাদশে রাখার সম্ভবনা ক্ষীন। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.০৮.২০১৪
Link copied!