AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উতসেয়ার হ্যাটট্রিকের পরও হার জিম্বাবুয়ের


Ekushey Sangbad

০৩:৩১ পিএম, আগস্ট ২৯, ২০১৪
উতসেয়ার হ্যাটট্রিকের পরও হার জিম্বাবুয়ের

একুশে স্পোর্টস ডেস্ক: প্রসপার উতসেয়ার হ্যাটট্রিকেও জয়ের মুখ দেখতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। মাত্র ২৩১ রানের পুঁজি নিয়েও ৬১ রানে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত কোনো জয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকানরা। টসে হেওে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকী থাকতেই মাত্র ২৩১ রানে অলআউট হয়েছে আমলার দল। ফলে জয়ের জন্য ২৩২ রান দরকার হয় জিম্বাবুয়ের। আমলা করেছেন ৬৬ রান। ডি ককের ব্যাট থেকে এসেছে ৭৬ রান। জয়ের জন্য ২৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় ওভারে দলীয় ১ রানে প্রথম উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ওপেনার সিকান্দার রাজা ও ওয়ানডাউনে নামা হ্যামিল্টন মাসাকাদজা এই বিপর্যয়ের ধকল সামলানোর চেস্টা করেছেন। দলীয় ৪৩ রানে সাজঘরে পথ ধরেছেন মাসাকাদজা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। মিডল অর্ডারে সিন উইলিয়ামস দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন। বাকী ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৮.৩ ওভারেই ১৭০ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও রায়ান ম্যাকলারেন। ২টি উইকেট নিয়েছেন অ্যারন ফাঙ্গিসো। অবশ্য জিম্বাবুয়ে হারলেও ম্যাচসেরার পুরুস্কার জিতেছেন প্রসপার উতসেয়াই। একুশে সংবাদ ডট কম/মামুন/২৯.০৮.২০১৪
Link copied!