AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবির সাত শিক্ষার্থী বহিষ্কার


Ekushey Sangbad

০৪:১০ এএম, আগস্ট ৩০, ২০১৪
ঢাবির সাত শিক্ষার্থী বহিষ্কার

একুশে সংবাদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাত শিক্ষার্থীকে সাময়িক বষ্কিার করা হয়েছে।বহিষ্কৃতরা সকলেই বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বহিষ্কৃতরা হলেন- ইংরেজি বিভাগের আশিক ও মামুন, দর্শন বিভাগের শাহীন, উর্দু বিভাগের শাকিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিটন মাহমুদ, লোক প্রশাসন বিভাগের মেহেদী এবং জাফর । বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। এম আমজাদ আলী জানান, ওই ছাত্রদের অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। সকলেই সমান অপরাধী না। অপরাধের মাত্রা অনুসারে কারও ছাত্রত্ব বাতিল করা হবে, কাউকে তিন বছর, কাউকে দুই বছরের জন্য বহিষ্কার করা হবে। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কোনো হলেও অবস্থান করতে পারবে না বলে জানান তিনি। উল্লেখ্য,ঢাবি’র অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আল-আমিনকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টিএসসির সড়কে কয়েকজন ছাত্র মিলে বেধড়ক পেটায়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। একুশে সংবাদ ডটকম/এফরান/৩০.০৮.০১৪:
Link copied!