AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাকগ্রার কাছে প্রশিক্ষণ নিবেন ভারতের পেসাররা


Ekushey Sangbad

০৫:৩৪ এএম, আগস্ট ৩০, ২০১৪
ম্যাকগ্রার কাছে প্রশিক্ষণ নিবেন ভারতের পেসাররা

একুশে স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট পেসার গ্লেন ম্যাকগ্রার কাছে প্রশিক্ষণ নিবেন ভারতের তরুন পেসাররা। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফর ও আগামী বিশ্বকাপের কথা মাথা রেখে এমন সিদ্বান্ত নিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমআরএফ ফাউন্ডেশনে পেসার পাঠানো প্রক্রিয়া মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল। তবে এই প্রক্রিয়া পুনরায় চালু করলো বিসিসিআই ও এমআরএফ ফাউন্ডেশন। ভারতের মুম্বাইয়ে ২০০০ সালে স্থাপন করা হয় এমআরএফ পেস ফাউন্ডেশন। একসময় এমআরএফ ফাউন্ডেশনের প্রধানের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেনিস লিলি। তরুন পেসারদের দক্ষ করে তুলেছিলেন লিলি। ফলে তার কোচিংয়ের মাধ্যমে অনেক ভারতীয় পেসারও উৎপন্ন হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হল- বরুন এ্যারন, ঈশ্বর পান্ডে। লিলির দায়িত্ব ছেড়ে দেবার পর ফাউন্ডেশনের দায়িত্ব নেন অসি দলের আরেক সাবেক পেসার ম্যাকগ্রা। তাই তার তত্ত্বাবধানেই এবার তরুন পেসারদের পাশাপাশি জাতীয় দলে সুযোগ পাওয়া অশোক দিন্দা, বরুন এ্যারন ও ঈশ্বর পান্ডেকে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কারণ চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফর ও আগামী বিশ্বকাপ খেলতে ক্লার্ক-ম্যাক্সওয়েলদের দেশে যাবে ভারত। আগামী ১-১০ সেপ্টেম্বর এই কোচিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিসিসিআই’র এক মুখপাত্র জানান, ‘এমআরএফ ফাউন্ডেশনে তরুন পেসারদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাই এমআরএফ-এ ম্যাকগ্রার তত্ত্বাবধানে আমাদের পেসাররা প্রশিক্ষণ নিতে পারবে। এটি দলের জন্যই ভালো হবে। কারণ সামনে আমাদের বেশ কটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। বিশেষভাবে অস্ট্রেলিয়া সফর ও বিশ্বকাপ ক্রিকেট। কারণ আগামী বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।’ দিন্দা, বরুন ও ঈশ্বর ছাড়াও এমআরএফ ফাউন্ডেশনের কোচিং নিবেন রাহুল শুকলা, বীর প্রতাপ সিং, দীপক চাহার, নাথু সিং, অঙ্কিত রাজপুথ, অনুরিত সিং, শারদুল ঠাকুর ও সিভি মিলিন্দ।   একুশে সংবাদ ডটকম/মামুন/৩০.০৮.২০১৪
Link copied!