AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় জরিপের ৩৪ বছর পর গ্যাসকূপ খনন


Ekushey Sangbad

০৮:৩৬ এএম, আগস্ট ৩০, ২০১৪
পাবনায় জরিপের ৩৪ বছর পর গ্যাসকূপ খনন

একুশে সংবাদ : পাবনার মোবারকপুরে জরিপের প্রায় ৩৪ বছর পর তেল গ্যাস ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের ভূ-কাঠামোয় গ্যাসকূপ খনন কাজ শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। দেশের উত্তেরাঞ্চলে দ্বিতীয়বারের মতো এ খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সম্প্রতি। প্রায় ৫ কিলোমিটার গভীরতার এ গ্যাসকূপ খননকাজ আগামী ৫ মাসের মধ্যে শেষ করার আশা করছে বাপেক্স। এখানে তেল-গ্যাস পাওয়া গেলে তা শুধু পাবনা নয়, উত্তরাঞ্চলসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জার্মানীর একটি কোম্পানি জিজিএজি দেশের উত্তারঞ্চলের বেশ কয়েকটি জেলায় গ্যাস ও তেল অনুসন্ধানে সার্ভে চালায়। এ সময় পাবনার মোবারকপুর গ্রামে তেল ও গ্যাসের সম্ভাব্য মজুতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এ গ্যাস উত্তোলনের জন্য ২০০৬ সালে একনেকের বৈঠকে মোবারকপুর অনুসন্ধান কূপ খনন প্রকল্প নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এরপর ২০০৮ সালে ১৬০.৩৮ কিলোমিটার লাইন টেনে সার্ভে করা হয়। এ জন্য সাঁথিয়া উপজেলার পাগলা চণ্ডিপুর গ্রামে জমি লীজ নেয়া হয় প্রায় ৩০ বিঘা। তবে জমি লীজের টাকা ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ জমিমালিকদের। দীর্ঘ ৩৪ বছর পর মোবারকপুর গ্যাসক্ষেত্রে খননকাজ শুরু হওয়ায় উচ্ছসিত এখানকার মানুষ। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে প্রথমে খনন কাজ বন্ধ থাকলেও এখন অত্যাধুনিক খননযন্ত্র বিজয়-১২ ব্যবহার করা হচ্ছে বলে জানান বাপেক্সের কর্মকর্তারা। মোবারকপুরে গ্যাস ও জ্বালানি তেল পাওয়া গেলে তা উত্তরাঞ্চলসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩০-০৮-০১৪:
Link copied!