AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার


Ekushey Sangbad

১০:৫৯ এএম, আগস্ট ৩০, ২০১৪
ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার

একুশে স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যাবধানে জিতেছে শ্রীলঙ্কা। তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ডাম্বুলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। গুটিয়ে গেছে ১০২ রানে। শ্রীলঙ্কার মাটিতে এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। মাত্র ১৪ রানেই টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। এরপর ফাওয়াদ আলম (৩৮) ও মিসবাহ-উল-হকের (১৮) ব্যাটিং কিছু আশা দেখালেও ১০২ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। তাদের আট ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বৃষ্টিস্নাত ম্যাচে আম্পায়াররা নির্ধারিত ওভার থেকে ২ ওভার কমিয়ে ৪৮ ওভার খেলা নির্ধারণ করেন। একাই ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন থিসারা পেরেরা। আর দুটি উইকেট পেয়েছেন ধাম্মিকা প্রসাদ। ১০২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি আক্রমণাত্মক খেলেনি শ্রীলঙ্কা। বরং দেখেশুনে ধীরলয়ে গন্তব্যে পৌঁছেছে স্বাগতিকরা। তাই ৭ উইকেটে জয় পেয়েছে তারা। তিলকারতেœ দিলশানের অপরাজিত ৫০ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছেছে স্বাগতিকরা। এ ছাড়া জয়াবর্ধনের ব্যাট থেকে এসেছে ২৬ রান। সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : ১০২/১০ শ্রীলঙ্কা : ১০৪/৩ একুশে সংবাদ ডটকম/মামুন/৩০.০৮.২০১৪
Link copied!