AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজেপি ঠেকাতে বামদের সঙ্গে জোটের ইঙ্গিত মমতার


Ekushey Sangbad

১০:১৯ এএম, আগস্ট ৩০, ২০১৪
বিজেপি ঠেকাতে বামদের সঙ্গে জোটের ইঙ্গিত মমতার

একুশে সংবাদ ডেস্ক : ভারতের ক্ষমতাশীন দল বিজেপিকে ঠেকাতে বামদের সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ ঘন্টা আগে একান্ত সাক্ষাতকারে পর সিপিআইএম নেতা মুহাম্মদ সেলিম বলেন, আগে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন মুখ্যমন্ত্রী। তারপর জোট ভাবনা। মুখ্যমন্ত্রীর জোট প্রস্তাবে তোপের মুখে পড়েছেন বিজেপির রাজ্যসভাপতি রাহুল সিনহা। তার কটাক্ষ, চাপে পড়েই এখন জোটের পথ খোলা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রতিপক্ষ বিজেপিকে বিরোধী বামদের জন্য ২৪ ঘণ্টার একান্ত সাক্ষাতকারে জোট প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের তরফে জোট প্রস্তাব এলে ভেবে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া, আগে নিজের আদর্শগত অবস্থান স্পষ্ট করুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিজেপি নেতার মন্তব্য, বিজেপির জনপ্রিয়তার সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী। তাই জোটের কথা বলছেন তিনি। রাজনৈতিক ভাষ্যকার শিবাজী প্রতিম বসুর মতে, রাজ্যে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে টিকিয়ে রাখতেই জোটের পথ খোলা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩০-০৮-০১৪:
Link copied!