AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ


Ekushey Sangbad

১১:১৩ এএম, আগস্ট ৩০, ২০১৪
প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

একুশে স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ, একমাত্র টোয়েন্টি২০ সিরিজ পরিত্যক্ত। এবার টেস্ট সিরিজের পালা । টেস্ট সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। সেন্ট ভিনসেন্টে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস একাদশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই হচ্ছে ম্যাচটি। সফরের সূচনায় একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে যে মনোবল বাড়িয়ে নিয়েছিল মুশফিকরা, তা প্রদর্শনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ওয়ানডে সিরিজে। দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রানে অলআউট হওয়া ছিল সবচেয়ে বড় ব্যর্থতা। তিন দিনের ম্যাচে খেললে টেস্ট মেজাজটা ফিরে পাবে দল তা বলা যায় নিঃসন্দেহে। বাংলাদেশ দলের সামনে এখন বড় একটি চ্যালেঞ্জ। কারণ দলের ব্যাটসম্যানরা যে নিজেদেরই মেলে ধরতে পারছেন না। বিশেষ করে তারা যে ধরনের পারফরম্যান্স করে অভ্যস্ত, সেটা প্রদর্শনে একেবারেই ব্যর্থ। ব্যাট হাতে উইকেটে গিয়ে প্রতিনিয়ত অধৈর্য হয়ে আউট হচ্ছেন তারা। এদিকে ওয়ানডে স্কোয়াডের কয়েকজন দেশে ফিরছেন। তাদের মধ্যে রয়েছেন বোলিং অ্যাকশন নিয়ে অভিযুক্ত সোহাগ গাজীও। গাজীকে ঢাকায় ফিরে আবার বিমান ধরতে হবে ইংল্যান্ডের। কার্ডিফে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে। এ ছাড়াও ফেরার তালিকায় রয়েছেন মাশরাফি, তাসকিন আহমেদ ও আব্দুর রাজ্জাক। আছেন মোহাম্মাদ মিঠুনও। প্রস্তুতি ম্যাচে নামার আগে ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে আমোদ করে কাটিয়েছেন ক্রিকেটাররা। সবাই ব্যস্ত ছিলেন সেলফি তোলায়। ছবি তোলা থেকে বাদ যাননি কোচ-ম্যানেজাররাও। তবে সব উচ্ছ্বাস-উন্মাদনা তুলে রেখে আজ ক্রিকেট নিয়ে মজবেন ক্রিকেটাররা- এটাই প্রত্যাশা ক্রিকেট ভক্ত-সমর্থকদের। একুশে সংবাদ ডটকম/মামুন/৩০.০৮.২০১৪
Link copied!