AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রমীলা ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহামেডান


Ekushey Sangbad

১২:১১ পিএম, আগস্ট ৩০, ২০১৪
প্রমীলা ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহামেডান

একুশে স্পোর্টস: মেট্রোপলিটন প্রমীলা ক্রিকেটে চ্যাম্পিয়ান হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ফাইনালে আবাহনীকে ৭৭ রানে পরাজিত করেছে তারা । আবাহনী- মোহামেডান ম্যাচ মানে অন্যরকম এক দ্বৈরত্ব। যেখানে মাঠের বাইরেও উত্তাপ থাকে। শনিবার মেট্রাপলিট্রন প্রমীলা ক্রিকেট লিগের ফাইনালে একই উত্তাপ ছড়িয়েছে এই দুই দল। যেখানে শেষ হাসি শোভা পেয়েছে মোহামেডানের মেয়েদের মুখে। টসে জিতে আবাহনী ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে মোহামেডানকে। রুমানা আহমেদের সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছে মোহামেডান। রুমানা আহমেদ ৯১ বলে ১৫ বাউন্ডারিতে সেঞ্চুরির ইনিংস খেলেছেন। এছাড়া তাজিয়া আক্তার ২০ ও তাহিন তাহেরা ১৯ রান করেছেন। আবাহনীর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জাহানারা আলম। এছাড়া লতা মন্ডল ও খাদিজাতুল কোবরা একটি করে উইকেট নিয়েছেন। জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে সালমা খাতুন ও ইতি মন্ডলের বোলিং তোপে পড়ে আবাহনী। শেষ অবধী ৭ উইকেট হারিয়ে ১২৭ রানেই আটকে গেছে আবাহনী। লতা মন্ডল করেছেন ৫৪ রান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে শারমিন আক্তার ২২ রান, মনতাহা খাতুন ১৫ রান এবং শারমিন সুলতানা ১০ রান করেছেন। মোহামেডানের বোলারদের মধ্যে সালমা খাতুন ১৮ রান দিয়ে ৩টি এবং ইতি মন্ডল ৩২ রান দিয়ে ৩টি উইকেট দখন করেছেন। বাকি একটি উইকেন নিয়েছেন সাথিরা জাকির। সংক্ষিপ্ত স্কোর : মোহামেডান : ২০৪/৭, ৪০ ওভার (রুমানা আহমেদ ১০০, তাজিয়া আক্তার ২০, জাহানারা আলম ৩/৩৪, খাদিজাতুল কোবরা ১/২৫) আবাহানী : ১২৭/৭, ৪০ ওভার (লতা মন্ডল ৫৪, শারমিন আক্তার ২২; সালমা খাতুন ৩/১৮, ইতি মন্ডল ৩/৩২ ফল : ৭৭ রানে জয়ী মোহামেডান ম্যাচ সেরা : রুমানা আহমেদ একুশে সংবাদ ডটকম/মামুন/৩০.০৮.২০১৪
Link copied!