AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী বিএনপির সহস্র নেতা-কর্মীর পদত্যাগ


Ekushey Sangbad

১২:২০ পিএম, আগস্ট ৩০, ২০১৪
রাজশাহী বিএনপির সহস্র নেতা-কর্মীর পদত্যাগ

একুশে সংবাদ : অগণতান্ত্রিকভাবে রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটি ও নগর বিএনপি পুর্নগঠনের অভিযোগ এনে নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মী পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুরে বহরমপুর সিটি বাইপাস মোড়ে তারা মানববন্ধন ও গণস্বাক্ষর করে এই পদত্যাগের ঘোষণা দেন । এর আগে গত সোমবার রাতে এই ইস্যুতে পদত্যাগ করেছেন নগর বিএনপি ও যুবদলের ৭০ নেতাকর্মী। নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন সেন্টু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পিন্টুর নেতৃত্বে এই গণপদত্যাগ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা তাজ উদ্দিন সেন্টু জানান, নগরীর ৩ নম্বর ওয়ার্ড (সিটি বাইপাস, বহরমপুর, দাসপুকুর, ডিঙ্গা ডোবা, ঘোষ মহাল এলাকা) বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী পদত্যাগ করেছেন। তিনি সরাসরি নাম না বলে নগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে ইঙ্গিত করে বলেন, ‘রাজশাহী বিএনপি আজ একজনের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে। এভাবে কোনো দল চলতে পারেনা। তাই আমরা পদত্যাগ করলাম। সংগঠনে যদি আবারো গণতন্ত্র ফিরে আসে তাহলে ফেরার বিষয়টি চিন্তা করবো।’ এ ব্যাপারে মিজানুর রহমান মিনুর সঙ্গে শনিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর কাউন্সিল ছাড়াই মহানগর যুবদলের আহবায়ক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাদ রেখে গত শনিবার ১৬৯ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে সোমবার রাতে নবগঠিত যুবদলের কমিটি থেকে ৭০ জন নেতা পদত্যাগ করেন। শনিবার ঘোষিত মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি করা হয় ওয়ালিউল হক রানা ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবুল হাসনাইন হিকলকে। আর মহানগর বিএনপির কমিটি পুনর্বিন্যাস করে সিটি করপোরেশনের মেয়র ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহী মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়। অপর দিকে মহানগর বিএনপির কমিটি থেকে জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে বাদ দিয়ে মহানগর বিএনপির কমিটি পুনর্বিন্যাস করা হয়। মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম সরকারকে শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত করা হয়। আবার যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব ও মাইনুল ইসলামকে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে রাজশাহী মহানগর বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। নতুন কমিটি ঘোষণার পর শনিবার রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সমর্থকরা বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর বাসভবন ঘেরাও করে কমিটি দুটি প্রত্যাখ্যান করে। তারা বুলবুলকে মহানগর যুবদলের সভাপতি অথবা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদে রাখার দাবি জানান। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/এমকেএইচ/৩০-০৮-০১৪:
Link copied!