AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্যাতন করে ২০ দলীয় জোটের কর্মীদের দমানো যাবে না


Ekushey Sangbad

০১:৫৪ পিএম, আগস্ট ৩০, ২০১৪
নির্যাতন করে ২০ দলীয় জোটের কর্মীদের দমানো যাবে না

একুশে সংবাদঃ বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক বলেছেন, গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতন করে ২০ দলীয় জোটের কর্মীদের দমানো যাবে না। যতো নির্যাতন হবে নেতাকর্মীদের শক্তি ততো প্রসারিত হবে। শনিবার জামালপুরে ২০ দলীয় জোটের এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বিএনপিসহ ২০ দলকে এতো দুর্বল ভাবেন কেন? জনগণ বিএনপির সঙ্গে আছে। আপনার নেতাদের কথায় স্পষ্ট হয়েছে আপনারা নির্বাচন দেবেন না। কিন্ত জনগণ নির্বাচন ছিনিয়ে আনবে।’ তিনি আরো বলেন, ‘দলীয় চেলাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখলের খবর গণমাধ্যমে প্রচার করায় গণমাধ্যমকে স্তব্ধ করতে সম্প্রচার নীতিমালা করা হচ্ছে। কিন্ত গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করে বিশ্বের কোন স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে না। শেখ হাসিনার সরকারও পারবে না। তিনি সম্প্রচার নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, শাহিদা আক্তার রিতা খানম বক্তব্য রাখেন। দিনব্যাপী এই প্রতিনিধি সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাড়াও জামায়াত, জাগপা, জেপিসহ ২০ দলীয় জোটের তৃণমূল পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।     একুশে সংবাদ ডটকম/খায়রুল বাশার /জামালপুর প্রতিনিধি/৩০.০৮.১৪।
Link copied!