AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডি মারিয়ার অভিষেক ম্যাচে ড্র করলো ম্যানইউ


Ekushey Sangbad

০২:২৬ পিএম, আগস্ট ৩০, ২০১৪
ডি মারিয়ার অভিষেক ম্যাচে ড্র করলো ম্যানইউ

একুশে স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার অভিষেক ম্যাচে শনিবার রাতে আবারও হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।। এবারে বার্নলের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে গলের শিষ্যরা। র জার্সিতে শনিবার ইপিএলে অভিষেক ঘটেছে আর্জেন্টাইন ফুটবল তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার। ট্রান্সফার ফি’র ব্রিটিশ রেকর্ড গড়ে মারিয়াকে দলে টেনেছে ম্যানইউ। কিন্তু অভিষেক ম্যাচে ততোটা আলো ছড়াতে পারেননি ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার। রুনি, মাতা, ফ্লেচাররাও ছন্দ খুঁজে পাননি মাঠে। স্বাগতিক বার্নলের সঙ্গে তাই গোলশূণ্য ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউকে। সঙ্গে এবারের ইপেএলে এখন পর্যন্ত জয় না পাওয়ার হতাশা বহন করতে হয়েছে ফন গলের দলকে। গত মৌসুমে শিরোপা হারানোর পর এবারে তা পুনরুদ্ধারে জন্য ডাচ কোচ লুই ফন গলকে নতুন কোচ হিসেবে বেছে নিয়েছে ম্যানইউ। মৌসুম শুরুর আগেই ওয়েন রুনিকে অধিনায়ক বানিয়ে দলকে মাঠে ঠেলেছেন ফন গল। প্রাক-মৌসুম ম্যাচগুলোতে দলের দারুণ জয়ে আনন্দে ভেসেছেন ম্যানইউ ভক্তরা। কিন্তু ইপেএলের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানইউ। এরপর সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গলের দল। শনিবার ডি মারিয়ার অভিষেক ম্যাচে জয়ের দৃপ্ত শপথ নিয়েই বার্নলের মাঠে খেলতে নেমেছে রেডডেভিলসরা। কিন্তু নিজ মাঠে খেলার সুযোগ পেয়ে বার্নলে আটকে দিয়েছে তাদের। এই ম্যাচ শেষে তাই ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ম্যানইউকে ভাসতে হচ্ছে হতাশায়। একুশে সংবাদ ডটকম/মামুন/৩০.০৮.২০১৪
Link copied!