AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুনম এখন ফেসবুকের শোকে কাতর !


Ekushey Sangbad

০৯:০০ এএম, আগস্ট ৩১, ২০১৪
পুনম এখন ফেসবুকের শোকে কাতর !

একুশে সংবাদ : শুরুতে চমকে ওঠার উপলক্ষ ছিল সত্যি। ছিল আকর্ষণ, রোমাঞ্চ, শিহরণ! কিন্তু পুনম পাণ্ডে কারণে-অকারণে জামা কাপড় খুলে ফেলার ঘোষণা দিতে দিতে পরবর্তী সময়ে ব্যাপারটাকে বেশ একঘেয়ে করে তুলেছেন। বিরক্তিকরও! অবশ্য লোকের প্রতিক্রিয়া নিয়ে মাথা ঘামানোর নাকি সময় নেই পুনম পাণ্ডের। ভারতের এই মডেলকন্যা যদি একটু সময় করে মাথাটা ঘামাতেন- তাহলে হয়তো আজ এভাবে হুট করে তার অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধ করে দিতো না ফেসবুক কর্তৃপক্ষ। যে প্রোফাইলে আছেন পুনমের ২১ লাখ ভক্ত। সেই পেজটিকে কোনো কারণ উল্লেখ না করেই বন্ধ করে দিয়েছে ফেসবুক। পুনমের এখন দিশেহারা হাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া নিজেকে প্রচারের আর কি উপায়! তাই ফেসবুক প্রোফাইলটি ফিরে পেতে খুব উঠেপড়ে লেগেছেন। টুইট করে পরামর্শ চেয়েছেন ভক্তদের। লিখেছেন, 'আমার অফিসিয়াল ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। ২১ লক্ষ ভক্তরা ছিলেন ওই পেজে। কেউ কি আমাকে বলতে পারবে কীভাবে পেজটাকে উদ্ধার করা যায়?' সাম্প্রতিক সময়ে বিভিন্নজনের আপত্তি ও প্রতিবাদের পরও সামাজিক মাধ্যমগুলোতে নিজের অর্ধউলঙ্গ, উত্তেজক ও আপত্তিকর ছবি পোস্ট করতেন পুনম। পুনম যখন শোকে কাতর ফেসবুকের জন্য- তখনও রসিকতা ছাড়ছেন না অনেকে। কয়েকজন তো বলেই বসেছেন, আফসোস বাদ দিয়ে পুনমের উচিত নিজেকে সামলানো- নইলে ভবিষ্যতে আরো অনেক জায়গাতেই প্রোফাইল বন্ধ হতে পারে তার। একুশে সংবাদ ডটকম/আর/৩১-০৮-০১৪:
Link copied!