AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাদ পড়লেন বালোতেল্লি


Ekushey Sangbad

০৯:৩৮ এএম, আগস্ট ৩১, ২০১৪
বাদ পড়লেন বালোতেল্লি

একুশে স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পরে গতকালই প্রথমবারের মত স্কোয়াড ঘোষনা করেছেন কোচ এন্টোনিও কোন্তে। তার ঘোষিত ২৭ সদস্যের দলে জায়গা হয়নি ইতালির তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির। জুভেন্টাসের হয়ে তিনবার ইতালিয়ান সিরি-আ শিরোপা জয়ী এই কোচ চলতি মাসের শুরুতে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সিজার প্রানদেল্লি কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পরে এই পদটি শুন্য হয়ে যায়। আগামী ৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কন্টের উপর দায়িত্ব পড়ে প্রথমবারের মত স্কোয়াড ঘোষনার। ৯ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে ইউরো ২০১৬ এর বাছাইপর্বের মিশন শুরু করতে যাচ্ছে ইতালি। বাছাইপর্বকে সামনে রেখেই এই প্রীতি ম্যাচে মাঠে নামবে আজ্জুরিরা। তবে বালোতেল্লির অনুপস্থিতি সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে। সাসপেনশনের কারনে নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না লিভারপুলের নতুন চুক্তিভূক্ত এই খেলোয়াড়। সে কারণেই হয়ত প্রীতি ম্যাচের জন্য বিবেচিত হননি বালোতেল্লি। তবে দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন জিয়ানলুইজি বুফন, জজিৃও চিয়েলিনি, লিওনার্দো বনুচ্চি, ড্যানিয়েল ডি রোসি ও ক্লডিও মারসিজিও। এছাড়া আরো অন্তর্ভূক্ত হয়েছেন তিরো ইমোবিলে, সিমোনে জাজা এবং সেবাস্টিন গিওভিনকো। স্কোয়াড : গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন, ড্যানিয়েল পাডেলি, মাতিয়া পেরিন, সালভাতোরে সিরিগো। ডিফেন্ডার : ডেভিড এস্টোরি, লিওনার্দো বনু্িচ্চ, জর্জিও চিয়েলিনি, গ্যাব্রিয়ের পালেত্তা, আন্দ্রে রানোচিয়া। মিডফিল্ডার : এন্টোনিও কানড্রেভা, মাত্তেও ডারমিয়া, ড্যানিয়েল ডি রোসি, মাতিয়া ডি সিজিলো, আলেসান্দ্রো ফ্লোরেনজি, ইমানুয়েল গিয়াচ্চেরিনি, ক্রিস্টিয়ান ম্যাজিও, ক্লডিও মারসিজিও, মার্কো পারোলো, ম্যানুয়েল পাতকুয়াল, আন্দ্রে পোলি, মার্কো ভেরাত্তি। ফরোয়ার্ড : মাটিয়া ডেসট্রো, স্টিফেন এল শারাউই, সেবাস্টিন গিওভিনকো, সিরো ইমোবিলে, পাবলো ওসভালডো, সিমোনে জাজা। একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.০৮.২০১৪
Link copied!