AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিলনাড়ৃতে তীর্থযাত্রীদের বাসে আগুন, নিহত ৫


Ekushey Sangbad

১১:২৪ এএম, আগস্ট ৩১, ২০১৪
তামিলনাড়ৃতে তীর্থযাত্রীদের বাসে আগুন, নিহত ৫

একুশে সংবাদ ডেস্ক : ভারতের তামিলনাড়ৃতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বিশ্বনাথ দাস (৬৮), বিশ্বনাথ মণ্ডল (৭৮), গোপাল (৭০), দুর্গা সিনিদে (৫০) ও মালতি নায়েকি (৬০)। মৃতরা সবাই পশ্চিমবঙ্গের হুগলি ও মেদিনীপুরের বাসিন্দা বলে জানিয়েছে দেশটির পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আজ রোববার ভোরে তামিলনাড়ুর রামানাথপুরম জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৮০ জন যাত্রী ছিলেন। তিরুপতি ও রামেশ্বরম দর্শনের পর তারা কন্যাকুমারীর উদ্দেশে রওনা হয়েছিলেন। ভোররাতে তিরুপুল্লানির কাছে বাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, বাসটি চলাকালীন চালক হঠাত্ই বাসের লুকিং গ্লাস থেকে বাসের পিছন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি বাসটি থামিয়ে যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন। তখনই বাসে রান্নার জন্য রাখা দু’টি সিলিন্ডারের মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। সমুদ্র উপকূলীয় এলাকা হওয়ায় হাওয়ার তীব্রতা বেশি ছিল। ফলে বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের চালক ও ট্যুরিস্ট গাইড অধিকাংশ যাত্রীদের বাস থেকে নামাতে সক্ষম হলেও বাসের পিছনের আসনে বসে থাকা বাকি ১১ জনকে উদ্ধার করতে পারেননি ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে। পরে পুলিশ এসে ছ’জনকে উদ্ধার করলেও বাকি পাঁচ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাসটি গত ২২ অগস্ট তীর্থযাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা হয়েছিল বলে জানা গিয়েছে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩১-০৮-০১৪:
Link copied!