AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ সেপ্টেম্বর থেকে ফের ভোটার হালনাগাদ তালিকা শুরু


Ekushey Sangbad

১১:৩৪ এএম, আগস্ট ৩১, ২০১৪
১ সেপ্টেম্বর থেকে ফের ভোটার হালনাগাদ তালিকা শুরু

একুশে সংবাদ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ১ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের মোট ১২০টি উপজেলায় ফের ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হবে। আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরো জানান, হালনাগাদ কার্যক্রমের তৃতীয় পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সিইসি জানান, ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিদের ১৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ছবি তুলতে ও নিবন্ধন করতে হবে। যাঁরা বাদ পড়বেন, তাঁরা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা ৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তথ্য সংগ্রহকারীরা যদি বাড়ি গিয়ে কাউকে না পান, তবে সেখানে তথ্য সংগ্রহকারীদের নাম ও ফোন নম্বর রেখে আসবেন। যাতে ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিরা ওই নম্বরে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। উল্লেখ্য, হালনাগাদ শুরুর আগে মোট ভোটার সংখ্যা ছিল নয় কোটি ১৯ লাখ ৫০ হাজার ৬৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার চার কোটি ৬১ লাখ ১৮ হাজার ২২০ জন এবং নারী ভোটার চার কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৪২১ জন। নির্বাচন কমিশনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধির হার ধরে ভোটার বৃদ্ধি হবে ৪৬ লাখ। হালানাগাদ কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হয়েছে আগামী ১৫ নভেম্বর। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩১-০৮-০১৪:
Link copied!