AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার পথ দেখাবে জুতো!


Ekushey Sangbad

০৪:১৩ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
এবার পথ দেখাবে জুতো!

একুশে সংবাদ : লাল জুতো পরলে শুধু বড় দিদিরাই নন চেয়ে থাকবেন আট থেকে আশি বয়সী সবাই। জুতোটি যে শুধু আপনার পাকে রাস্তার ধুলোবালি থেকে রক্ষা করবে তাই-ই নয়, ‘স্টাইল’ তো আছেই রয়েছে ‘স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন’৷ দেখাবে পথ। এই জুতোর নাম ‘লে চল’৷ নিজের গন্তব্যে পৌঁছতে ডাইনে যাবেন না বাঁইয়ে যাবেন তাও বলবে এই জুতো৷ আবার হেঁটে কতটা ক্যালোরি খোয়ালেন তারও হিসাব দেবে জুতো৷ ‘ব্লু টুথ’-এর সাহায্যে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই জুতো দেবে এসব যাবতীয় তথ্য৷দাম মাত্র সাত থেকে সাড়ে সাত হাজারের মধ্যে৷ ভাবছেন এ কী আশ্বর্য ‘জুতা আবিষ্কার’৷ অবাক হওয়ারই কথা৷ দুই অল্পবয়সী ইঞ্জিনিয়ারের হাত ধরেই এমন আশ্চর্য জুতো আসছে বাজার কাঁপতে৷ এদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ভারতীয় বংশোদ্ভূত৷অনিরুদ্ধ শর্মা (২৮) এবং ক্রিসপিয়ন লওরেন্স (৩০) ইঞ্জিনিয়ারিং পাস করার পর তাদের মাথায় আসে এই ধারনা। ২০১১ সালে তারা এই আশ্চর্য জুতো তৈরি করতে বসলেন৷ প্রথমে তারা দু’জনে মিলেই শুরু করেছিলেন কাজ৷ কিন্তু দিন দিন তাদের ভাবনার প্রসার ঘটতে থাকে৷ প্রথমে তারা ভেবেছিলেন দৃষ্টিশক্তি কম মানুষের জন্যই কেবল তৈরি করবেন এই জুতো৷তারপর দেখলেন না৷ সবার কাজেই এই জুতো পৌঁছে দেবেন। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগল অ্যাপ্লিকেশনও৷ তাই সহযোগী হিসেবে নিয়ে নিলেন আরো কয়েকজনকে৷ এই জুতো তৈরির জন্য রয়েছে ৫০ জন সদস্য৷ সাংবাদিকদের অবাক জুতোর কাহিনী জাননোর পরই তা জনপ্রিয় হয়ে উঠেছে৷ প্রায় ২৫ হাজার মানুষ আগাম জুতো ‘বুকিং’ দিয়ে ফেলেছেন। প্রায় ১০০ জোড়া জুতো তৈরি হচ্ছে চীনে৷ আগামী এপ্রিল মাসের মধ্যেই জুতো তৈরির কাজ সম্পন্ন হবে বলেই আশা করছেন দুই তরুণ ইঞ্জিনিয়ার৷ দু’জনেই বলেন, আমরা সবাই বেড়ানোর সময় নিজের মোবাইল নিতে ভুলে যাই৷ কিন্ত্ত এই আশ্চর্য জুতো দোসর মোবাইল ফোনকে ছেড়ে এগোবে না এক পাও৷ একুশে সংবাদ ডটকম/আর/০১-০৯-০১৪:
Link copied!