AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু


Ekushey Sangbad

০৫:২০ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

একুশে সংবাদ : আজ থেকে সারাদেশে ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু হয়েছে।ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় আজ সোমবার থেকে একযোগে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। দেশজুড়ে হালনাগাদ কার্যক্রমের এটি তৃতীয় ও শেষ ধাপ। ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের খুঁজবেন। ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রগুলোতে ছবি তোলা ও নিবন্ধন কার্যক্রম চলবে। একই সময়ে বর্তমান ভোটারদের এলাকা স্থানান্তর ও মৃত ভোটারের নাম কর্তনের কাজ চলবে। গতকাল সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ জানান, ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিদের ১৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ছবি তুলতে ও নিবন্ধন করতে হবে। যাঁরা বাদ পড়বেন, তাঁরা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা ৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তথ্য সংগ্রহকারীরা যদি বাড়ি গিয়ে কাউকে না পান, তবে সেখানে তথ্য সংগ্রহকারীদের নাম ও ফোন নম্বর রেখে আসবেন। যাতে ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিরা ওই নম্বরে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। ইসি সচিবালয় থেকে বলা হয়েছে, যাদের বয়স আগামী ১ জানুয়ারি, ২০১৫ সালে ১৮ বছর বা তার বেশি, অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তাদের এবার ভোটার করা হচ্ছে। ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদে দুই হাজার ৬৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ৫৪০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। সারাদেশে তিন ধাপে গত ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে ৩৫০ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন, যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ। একুশে সংবাদ ডটকম/এফরান/০১.০৯.০১৪:
Link copied!