AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দশম সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ


Ekushey Sangbad

০৫:৩৮ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
দশম সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

একুশে সংবাদ : আজ বসছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই উঠছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দেয়ার সংবিধান সংশোধন বিল। যে কারণে এই অধিবেশনকে গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার ও বিরোধী দল। তবে বছরের পর বছর বিরোধী দলের সংসদ বর্জন প্রবণতায় জাতীয় সংসদ যে ভাবমূর্তি হারিয়েছিল তা আবারো ফিরে আসছে বলে দাবি করেন সরকারি ও বিরোধী দলের নেতারা। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল, ২৯ জানুয়ারি আর দ্বিতীয় অধিবেশন, ৩রা জুন। প্রথম অধিবেশনে হয়েছে স্পিকার নির্বাচন এবং দ্বিতীয় অধিবেশনে পাশ হয়েছে নতুন অর্থ বছরের বাজেট। গত দুই অধিবেশনের মতো ১লা সেপ্টেম্বর বসতে যাওয়া সংসদের তৃতীয় অধিবেশনটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের কাছে। কারণ এ অধিবেশনেই সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দেয়া হতে পারে। সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম বলেন, 'দশম জাতীয় সংসদ অবশ্যই কার্যকর এবং অনেক বেশি প্রাণবন্ত। নবম জাতীয় সংসদে বিরোধী দল সংসদে আসতো না। জনগণ তাদেরকে যে কারণে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তারা কিন্তু সংসদে এসে জনগণের কথা বলেনি।' বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, 'আমরা প্রতিটি অধিবেশনকে গুরুত্ব সহকারে দেখছি। যদি কোন বিল আসে আমরা আলোচনা না করে বিল পাস করতে দিব না।' সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম বলেন, 'এবারের দশম সংসদের ৩য় অধিবেশন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ৯টি বিল ইতোমধ্যে পাসের অপেক্ষায় আছে।' একুশে সংবাদ ডটকম/এফরান/০১.০৯.০১৪:  
Link copied!