উল্লাপাড়ায় মুলা পাইকারি পাচ টাকা কেজি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবজি ফসলের মুলার দাম একেবারে কমে গেছে। একজন বর্গা কৃষক মোহাম্মদ হান্নান নিজ আবাদের মুলা পাইকারি প্রতি কেজি পাচ টাকা দরে বেচেছেন। নাগরৌহা গ্রামীণ বাজারে সাধারণ খদ্দেরদের কাছে মুলার চাহিদা তেমন নেই বলে জানা গেছে ।উল্লাপাড়ার নাগরৌহা গ্রামের মোহাম্মদ হান্নান নিজ গ্রামের বাবু মিয়ার দশ শতক জমি বর্গা