AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:০৫ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৩
মুড়িকাটা ও গ্রীষ্মকালীন  নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু

মুড়িকাটা ও গ্রীষ্মকালীন  নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া  রোববার রাতে একুশে সংবাদকে এ এতথ্য জানান। 

প্রতি বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে এবং উৎপাদন হয় প্রায় ৮ লক্ষ মেট্রিক টন। এছাড়া এবছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হে জমিতে উৎপাদন হবে প্রায় ৫০ হাজার মে. টন। এই মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ  খেত থেকে তোলা ও বাজারে আসা শুরু হয়েছে এবং বাজারে থাকবে ৩ থেকে সাড়ে তিন মাস। এরপর মুল পেয়াঁজ আসা শুরু হবে  এবং উৎপাদন হতে পারে প্রায় ২৬ থেকে ২৮ লক্ষ মে টন।

চলতি  বছরের জুলাই থেকে এযাবৎ ( ০৯-১২-২৩ পর্যন্ত) আমদানি হয়েছে ৫৭১৫৩৪ টন, যা গতবছরের এই সময়ের তুলনায় ১৫৫২২৪ টন বেশি। (গতবছর এই সময়কালে হয়েছিল ৪১৬৩১০ টন)।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!