AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দূর্নীতির আখরায় পরিনত নর্থ সাউথ ইউনিভার্সিটি?


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫০ পিএম, ৪ নভেম্বর, ২০২১
দূর্নীতির আখরায় পরিনত নর্থ সাউথ ইউনিভার্সিটি?

ছবি: একুশে সংবাদ

রফিকুল ইসলাম রাফি: দেশের প্রথম এবং সকল ধরনের জাতীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)  প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ও কোন ধরনের অনৈতিক কাজ করছে না বলে দাবি করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি উপচার্য মোঃ আতিকুল ইসলাম।

আজ (৪ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হল ৫ম তলায় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দাবী করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপচার্য মোঃ আতিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এ বিশ্ববিদ্যালয় বর্তমানে পচিশ হাজার এরও বেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়ন করছে। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র এনএসইউই বিশ্বখ্যাত র‍্যাংঙ্কিং সংস্থা, কিউএস ওয়ার্ল্ড এর এমপ্লয়াবিলিটি র‍্যাংঙ্কিং এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করেছে।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত ৩০ হাজার এরও বেশী এলামনাই রয়েছে, যারা দেশে ও বিদেশের বিভিন্ন শীর্ষ সংস্থাতে চাকুরীতে রয়েছে এবং সর্ব ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। ২রা নভেম্বর ২০২১ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস- এশিয়া ২০২২ এ নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গর্বের সাথে অবিসংবাদিত প্রথম স্থান ধরে রেখেছে এবং এশিয়ার সকল বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে ২১৫ তম স্থান অর্জন করেছে। 

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে দেশী-বিদেশী স্বনামধন্য লেখকদের লেখা সম্বলিত প্রায় ৫০০ পৃষ্ঠার একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়াও "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধা কর্নার" চালু করা হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রায় ৩০০০ বই এ কর্নারে সংরক্ষিত আছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সহায়তায় আয়োজিত ১০০ দিনব্যাপী "বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ" প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি যুক্ত থেকেছে।

তিনি আরও বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ, শিক্ষার্থীদের মেধা-ভিত্তিক বৃত্তি প্রধান করা, করোনা মহামারীতে আর্ত মানবতার কাজ করা, উন্নতমানের শিক্ষা পরিচালনা ব্যবস্থা করা, বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ারস ট্রেনিং (বিজেইটি) চুক্তি স্বাক্ষর, ইউনিভার্সিটিতে (এনএসইউ) মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাব স্থাপন করা হয়েছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী উদ্বোধন করেছেন রেডিও,টেলিভিশন এন্ড মিডিয়া ল্যাব, এনএসইউ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর আয়োজন, ডিজিটাল পদ্ধতিতে করোনা মহামারিতে সফলভাবে শিক্ষার কার্যক্রম অব্যাহত ছিল।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপচার্য মোঃ আতিকুল ইসলাম আরও বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির এত সাফলতার পরেও বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করা এবং বেসরকারি খাতে উচ্চ শিক্ষার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে কিছু লোক।

২য় পর্ব আসছে...

একুশে সংবাদ/বাবু/

Link copied!