ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাদকাসক্ত শিক্ষার্থী আশিক কোরেশির মায়ের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি প্রদান করেছে।
রোববার (২৯মে) প্রক্টরের কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়।
আশিকুর রহমান কোরেশি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । সোমবার (২৩ মে) রাত ১১টার দিকে মাত্রাতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বিষয়টি তার পরিবারকে অবগত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ রয়েছে, “আশিক কোরেশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক সেবন করত। তার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা ছাত্রশৃঙ্খলা আচরণের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। তার পরিবারের প্রতি তাকে মাদক সেবন থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।”
সোমবার রাতে হঠাৎ করে আশিক অজ্ঞান হয়ে পড়লে তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থার উন্নতি না দেখে তাকে কুষ্টিয়া মেডিকেলে স্থানান্তর করার পরামর্শ দেন। তারপর তাকে কুষ্টিয়া মেডিকেলে স্থানান্তরিত করা হয়।
জানা যায়, সোমবার (২৩মে) রাতে বন্ধুরা মিলে ক্যাম্পাসে হাটাহাটি করছিল। একপর্যায়ে তারা সাদ্দাম হোসেন হলের সামনের ক্রিকেট মাঠে নেশাজাত দ্রব্য সেবন করেন। অতিমাত্রায় সেবন করার ফলে আশিক কোরেশি অজ্ঞান হয়ে পড়ে।
এসময় তার সাথে ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সাইমুন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ওমর ফারুক হৃদয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ইমরান ও চঞ্চল এবং ফোকলোর স্টাডিজ বিভাগের অঙ্গন । তারা সকলেই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
একুশে সংবাদ.কম/আ.হ.জা.হা
আপনার মতামত লিখুন :