ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ কর্মী রেজওয়ান সিদ্দিকী কাব্য দেশীয় অস্ত্রসহ ইবি থানা পুলিশের হাতে আটক হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে আট টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে তাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। কাব্য আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে, মঙ্গলবার বিকাল থেকে তিনজন সহযোগী নিয়ে ক্যাম্পাসে তাকে দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে আটক হয় কাব্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা শাহাজালাল সোহাগের অনুসারী বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার বিকাল থেকে তিন সহযোগীসহ তাকে দেশীয় অস্ত্র (রামদা) হাতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা যায়। এক পর্যায়ে প্রক্টরিয়াল বডি তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এসময় তার সাথে থাকা অপর তিন সহযোগী পালিয়ে যায়।
এসময় প্রক্টরিয়াল বডি থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড.শফিকুল ইসলাম, ড.আমজাদ হোসেন, ড.মুর্শিদ আলম, শরিফুল ইসলাম জুয়েল ও নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম প্রমুখ।
একুশে সংবাদ/আ.হো/এস.আই
আপনার মতামত লিখুন :