AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে সিলেবাসে হবে বি ও সি ইউনিটের পরীক্ষা


যে সিলেবাসে হবে বি ও সি ইউনিটের পরীক্ষা

ছবি: সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৩১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ আসে এ ইউনিটের প্রশ্ন বোর্ড কর্তৃক দেওয়া সিলেবাসের বাইরে থেকে এসেছে।  গুচ্ছ পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেও জানা যায় সিলেবাসের বাইরে  থেকে এ ইউনিটের প্রশ্ন করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কমিটির দাবি এ ইউনিটের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হয়েছে।
 
গুচ্ছ ভর্তি পরীক্ষা এ ইউনিটে অংশ নেওয়া শরীয়তপুর থেকে আগত গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী তানজির হোসেন হৃদয় জানিয়েছিলেন আমি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম এ ইউনিটের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হওয়ায় কিছুটা খারাপ হয়েছে পদার্থ বিজ্ঞান যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছে। পরবর্তী গুচ্ছ পরীক্ষা কোন সিলেবাসের ভিত্তিতে হবে এ নিয়ে ধোয়াশার ভিতর আছে বি ও সি ইউনিটের পরীক্ষার্থীরা।

অবশিষ্ট গুচ্ছ পরীক্ষা কোন সিলেবাসে হবে এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো: ইমদাদুল হক জানান, যারা প্রশ্ন প্রনয়ন করেন তাদেরকে বোর্ড প্রদত্ত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সেই আলোকে সংক্ষিপ্ত সিলেবাসেই বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে ধোয়াশার কিছু নেই।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট 'বি' ইউনিট এবং ২০ আগস্ট 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

একুশে সংবাদ/এ.হ/এস.আই

Link copied!