AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
১২:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২২
ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি কতৃর্ক আয়োজিত প্রথম সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আইন বিভাগের মুট কোর্ট কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

 

আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন আইন বিভাগের প্রফেসর ও আইন প্রশাসক প্রফেসর ড. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ও ডেপুটি রেজিস্ট্রার জনাব চন্দন কুমার দাস।

 

ডেপুটি রেজিস্ট্রার ডক্টর ইব্রাহিম হোসেন সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সেলের সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার ইব্রাহিম খলিল।

 

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির শর্ত অনুযায়ী প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সেল গঠন, অভিযোগ দায়ের করার পদ্ধতি ও প্রতিকার প্রাপ্তি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

 

উল্লেখ্য, ধারাবাহিকভাবে সকল বিভাগে এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।

 

একুশে সংবাদ.কম/আ.হ.জা.হা

Link copied!