সদ্য অনুষ্ঠিত "শেখ রাসেল চতুর্থ জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ" প্রতিযোগিতায় ২টি ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেছে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী মোঃ রমজান শেখ। অনুষ্ঠানটির আয়োজক ছিল সিটি গ্রুপ (তীর)।
এ বছর শেখ রাসেল ৪র্থ যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুর্ধ্ব-২১ জুনিয়র, অনুর্ধ্ব-১৮ ক্যাডেট এবং অনুর্ধ্ব-১৫ ইয়াংস্টার এই ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি আয়োজিত হয়। প্রতি ক্যাটাগরিতে ৩ টি ইভেন্টে (একক, দলীয় এবং মিশ্র) ভাগ হয়ে হয় প্রতিযোগিতা।
চ্যাম্পিয়নশিপটি গত ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর টঙ্গির আর্চারি প্রশিক্ষণকেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুর্ধ্ব-১৮ ক্যাডেটে রমজান তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে ২টি তে দ্বিতীয় আর ১টি তে পঞ্চম স্থান অর্জন করেন। এবং ১৩১ জন প্রতিযোগীর মধ্যে রিকার্ভ ক্যাডেট র্যাকিং ৪র্থ স্থান অর্জন করেন।
এ বিষয়ে রমজানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, " আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত। আমার অনুপ্রেরণায় ছিল ২০২০ সালের বাংলাদেশের এক নাম্বার আর্চারী রুমান সানা। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের সুনাম অর্জন চাই।"
এদিকে রমজানের এ সাফল্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর সোহরাওয়ার্দী কলেজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এবং বলেছেন, "কলেজ পুরোপুরি খুললে তাকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে।"
একুশে সংবাদ.কম/জা.হা.প্র.জা.হা
আপনার মতামত লিখুন :