বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগ ছাত্রসংসদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭-১৮শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মশিউর রহমান ৷
সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং সন্ধ্যা পাঁচটায় ফলাফল প্রদান ঘোষণা করেন প্রদান নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায় এবং সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার ও পম্পা মজুমদার ৷
শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো. আলী আকবর, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো. ছাব্বির হোসাইন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাকলি বিশ্বাস (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী) সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বায়েজীদ হোসাইন, সহ-সাংস্কৃতিক সম্পাদক-১ নির্বাচিত হন নুসরাত জাহান মৌরি, সহ-সাংস্কৃতিক সম্পাদক-২ পদে মো. রাকিব, ক্রীড়া সম্পাদক মো. সাহাবুদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক-১ পলাশ চন্দ্র দাস, সহ-ক্রীড়া সম্পাদক-২ মো. শিমুল মাঝি নির্বাচিত হন ৷
উল্লেখ্য, গঠনতন্ত্রের পদাধিকারবলে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক উন্মেষ রায় ৷ গত ২৪ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভাগে নির্বাচনী আমেজ তৈরী হয় ৷ ১৫ পদের জন্য মোট ৩৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্দিতা করে ৷
একুশে সংবাদ/জা.হো.প্রতি/পলাশ
আপনার মতামত লিখুন :