AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগের ৩০ তম সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ


ছাত্রলীগের ৩০ তম সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ

আজ ৬ই ডিসেম্বর, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে উপস্থিত হলে ৩০ তম জাতীয় সম্মেলনের আহ্বায়ক অসীম কুমার বৈদ্য ও প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন পরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।

 

সম্মেলন শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন।

 

এ সম্মেলনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি। নতুন নেতৃত্ব পাবে দেশের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন এই সংগঠন। এ আয়োজনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ।

 

সকাল থেকেই দেশের বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হতে থাকে সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

 

যার মধ্যে প্রায় চার শতাধিক নেতাকর্মীদের নিয়ে সম্মেলনস্থলে অবস্থান করেছিলেন পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।

 

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল জানান, "প্রায় সাড়ে চার বছর পর বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতিক্ষীত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাংগঠনিক সক্ষমতা সম্পন্ন, পরিবারের জামায়াত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা, ‘ক্লিন ইমেজ’, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছি।"

 

এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বলেন, "পরিবেশ বান্ধব জনপ্রিয় এবং বিভিন্ন সংকটে মানবিক কাজে সক্রিয় ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালনে যোগ্য ব্যক্তিরায় নেতৃত্বে আসবেন এটাই প্রত্যাশা।"

 

একুশে সংবাদ.কম/জা.হা.প্র/জাহাঙ্গীর

Link copied!