AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবির সঙ্গে গবেষণায় রোমানের ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের আগ্রহ প্রকাশ


Ekushey Sangbad
রুদ্র দেব নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
০৫:৫৭ পিএম, ১১ ডিসেম্বর, ২০২২
জবির সঙ্গে গবেষণায় রোমানের ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের আগ্রহ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সঙ্গে গবেষণার ক্ষেত্রে একই সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন রোমানিয়ার ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।

 

রোববার (১১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের আমন্ত্রণে রোমানের ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি গবেষক দল বিশ্ববিদ্যালয়ে আসেন।

 

গবেষক দল সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। গবেষক দলের প্রধান ছিলেন ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্ট অনুষদের ডিন ড. আলেক্সজান্ডার। গবেষক দলের অন্যরা হলেন একই অনুষদের অধ্যাপক ড. ডোরিনা ক্যামেলিয়া এবং সহকারী অধ্যাপক ড. টিউডর ইউলিয়ান।

 

সাক্ষাৎকালে গবেষকরা জবি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা সহায়তার ব্যাপারে নানা সুযোগ সুবিধা এবং বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের ব্যাপারে আগ্রহ ও একসঙ্গে গবেষণা করার আগ্রহ প্রকাশ করেন।

 

এর আগে গবেষক দল ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ে মতবিনিময় করেন। রোমানিয়ার ভৌগলিক নানা দিক নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করেন। এছাড়া রোমানিয়ায় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়তে যাওয়াসহ নানা প্রশ্নের উত্তর দেন তারা। তারা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কিছু শিক্ষার্থী মেডিসিন অনুষেদে পড়াশুনা করছেন। তবে যদি ভূগোল বিভাগের কেউ পড়তে যান তাকে অগ্রিম অভিনন্দন জানান তারা।’

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এর ডিন অধ্যাপক ড. মো.মনিরুজ্জামান খন্দকার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কাদের, অধ্যাপক ড. মো. মনিরুজ্জমান, ড. নিগার সুলতানা, এন এম রিফাত নাসের, ড. নাজমুন নাহার, মো. মহিউদ্দিন, মো. আশ্রাফ উদ্দিন, ড. রিফফাত মাহমুদ ও সামিনা বেগম সহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

 

একুশে সংবাদ/রু.দে.না.প্রতি/পলাশ

Link copied!