AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বশেমুরবিপ্রবি’র প্রথম কোষাধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন


Ekushey Sangbad
বশেফমুবিপ্রবি প্রতিনিধি
০১:০৬ পিএম, ৬ জানুয়ারি, ২০২৩
বশেমুরবিপ্রবি’র প্রথম কোষাধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন

প্রথমবারের মতো কোষাধ্যক্ষ পেল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। নিয়োগপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোবারক হোসেন।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. মোবারক হোসেন (অব.), বীর মুক্তিযোদ্ধা, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

 

ট্রেজারার হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৭.১২.২০১০ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানী প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৩ উপধারা (৩) (৮) (৫) (৬) ও (৭) অনুসারে ট্রেজারারের দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোবারক হোসেন। বাংলাদেশের খ্যাতিমান গণিতবিদ,ছিলেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য।

 

১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন এই বিশিষ্ট গণিতবিদ। ১৯৭২ সালে পাশ করার কথা থাকলেও মুক্তিযুদ্ধের কারণে আরও ২ বছর বেশি লেগে যায়। তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেন। ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এই মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৪ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১ম হয়েছিলেন তিনি। ১৯৭৫ সালের ৬ই ফেব্রুয়ারি গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এই গণিতবিদ।

 

একুশে সংবাদ/সা.উ.মু.প্রতি/এসএপি
 

Link copied!