AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতের ছুটিতেও থেমে নেই রুহানী’র সচেতনতা কার্যক্রম


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০১:১৯ পিএম, ৬ জানুয়ারি, ২০২৩
শীতের ছুটিতেও থেমে নেই রুহানী’র সচেতনতা কার্যক্রম

ক্যান্সার অ্যাওয়াননেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) কুষ্টিয়া জোনের (ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার) নবিন ভলেন্টিয়ার রুহানী চৌধুরী। শীতের ছুটিতে গ্রামে ফিরেও থেমে নেই তার সচেতনতা কার্যক্রম।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের নজিরহাট এলাকায় নিজ বাড়িতে ভাই-বোনদের সহযোগিতায় স্থানীয় মা-বোনদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেন তিনি।

 

ক্যাপ কুষ্টিয়া জোন মা-বোনদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। ক্যাম্পাস পার্শবর্তী প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়মিত উঠান বৈঠক করে থাকে সংগঠনটি। এই উঠান বৈঠক সহ বিভিন্ন সচেতনতা কার্যক্রমের ছোঁয়া পৌঁছে গেছে উত্তরবঙ্গে।

 

রুহানীর ভাই-বোনদের মধ্যে ফাইজা, হামিমা, ফাবিহা, লামিয়া ও মায়াজের সহযোগিতায় স্থানীয় মা-বোনদের একত্রিত করেন। উঠান বৈঠকে আগত মা-বোনদের মাঝে স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের বিভিন্ন ভয়াবহ দিক নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন রুহানী। বৈঠকে স্বাগত বক্তা হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগদান করেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি।

 

এ বিষয়ে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সিয়াম মির্জা বলেন, ‘রুহাহীর এ কাজ ভুয়সী প্রশংসাযোগ্য এবং তাকে ধন্যবাদ। এভাবে যদি আমাদের ভলেন্টিয়ারসরা আন্তরিকতার সাথে মা-বোনদের সচেতনতার কাজ করতে থাকে তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা একদিন সচেতনতার বাণী পৌঁছাতে পারবো।’

 

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে এখন চলছে শীতের ছুটি। শিক্ষার্থীরা সবাই নিজ নিজ গ্রামে ফিরেছে শীতের ছুটি উপভোগ করতে।ক্যাপের ভলেন্টিয়ার রুহানী চৌধুরী শীতের ছুটি নিজ বাড়িতে ভিন্নভাবে উপভোগ করলো মা-বোনদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের ব্যাপারে সচেতন করার মাধ্যমে।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!